২২০ ফুট লম্বা খাদির তৈরি ভারতীয় জাতীয় পতাকা উড়বে এবার হাডসন নদীর উপর দিয়ে। এমনই পরিকল্পনা করেছে ফেডারেশন অব ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। ভারতের ৭৬ তম স্বাধীনতা দিবস পালন করার জন্য তারা একাধিক উদ্যোগ নিয়েছে। এর মধ্যে একটা হল বিশ্বের সব থেকে ভারতীয় জাতীয় পতাকা ওড়ানোর। হাডসন নদীর উপর দিয়ে উড়বে খাদির তৈরি সেই পতাকা।
এছাড়া তারা টাইমস স্কোয়ারে একটা বিশাল বিলবোর্ডে ভিডিও চালানোর পরিকল্পনাও নিয়েছে। আজাদি কা অমৃত মহোৎসব পালন করার জন্য একাধিক উদ্যোগ নিয়েছে এই সংস্থা তার মধ্যে এই দুটো হচ্ছে অন্যতম।
তাদের এই উদ্যোগ এবং অনুষ্ঠানের কর্মসূচি শুরু হবে টাইমস স্কোয়ারে ভারতের জাতীয় পতাকা উত্তোলনের সঙ্গে যা খাদি কাপড় দিয়ে তৈরি। এছাড়া সেই বিশাল বিলবোর্ডে দেখানো হবে ইন্ডিয়া ডে প্যারেড। অন্যান্য বছরের মতো এই বছরেও এম্পায়ার স্টেট বিল্ডিংকে জাতীয় পতাকার রঙেই সাজানো হবে।
কিন্তু সব থেকে বেশি নজর কাড়বে সেই ২২০ ফুট লম্বা জাতীয় পতাকাটি। হাজার হাজার মানুষ এই অবিস্মরণীয় দৃশ্যের সাক্ষী থাকবেন। বিদেশে থেকেও, সেখানের মাটিতে ভারতের স্বাধীনতা দিবস এভাবেই পালিত হবে।