দীপাবলির পরের দিনই সূর্যগ্রহণ। ইউরোপ, এশিয়া, আফ্রিকার বেশ কিছু জায়গা থেকে দেখা যাবে এই গ্রহণ। ভারত থেকে দেখা যাবে।
ইউরোপে ধরা পড়ল গ্রহণের দারুণ সব মুহূর্ত
এখনও বহু দেশে চলছে গ্রহণ
দেরাদুন থেকে দেখা গেল লাল সূর্যের গ্রহণ
তাজমহলে পড়ল গ্রহণের আলো
তাজমহলের গায়ে পড়ল গ্রহণের আলো। চোখ ফেরানো দায়। সবাই বলছেন, এ যেন এক অভূতপূর্ব দৃশ্য।
সারা ভারত সাক্ষী থাকল সূর্যগ্রহণের
দুর্দান্ত অভিজ্ঞতা সারা ভারতের। একের পর এক ছবিতে ভরে গেল সোশ্যাল মিডিয়া।
বেঙ্গালুরু দেখল সূর্যগ্রহণ
সারা পৃথিবী দেখল সূর্যগ্রহণ
ভারতের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের করাচি থেকেও দেখা গেল সূর্যগ্রহণ। সেই দৃশ্য দেখে আপ্লুত সাধারণ মানুষ।
পুরীতে দেখা গেল গ্রহণ
পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ওড়িশা দেখল সূর্যগ্রহণ।
বাংলা সাক্ষী থাকল সূর্যগ্রহণের
গ্রহণ নিয়ে আছে বহু ভুল ধারণা
সূর্যগ্রহণ নিয়ে অনেক ভুল ধারণা আছে অনেকের মধ্যেই। তার মধ্যে ৫টি সংশোধন করে দিলেন বিজ্ঞানীরা। পড়ে নিন এখান থেকে: গ্রহণ নিয়ে বহু ভুল ধারণা আছে অনেকের মধ্যেই, এমন ৫টি ভুল শুধরে দিলেন বিজ্ঞানীরা
উত্তর ভারত দেখছে দারুণ গ্রহণ, সাক্ষী লখনউ
উত্তর ভারত দেখছে গ্রহণ
গ্রহণ দেখছে উত্তর ভারত। সারা দেশেই মারাত্মক উৎসাহ দেখা দিয়েছে গ্রহণ দেখা নিয়ে।
গঙ্গাস্নান করতে গ্রহণ দর্শন
গ্রহণ দেখলেন যোগী আদিত্যনাথ
লাদাখে শিশুদের গ্রহণ দর্শন
লাদাখে শিশুদের জন্য আলাদা করে গ্রহণ দেখার ব্যবস্থা করা হয়েছিল বিভিন্ন স্কুলের তরফে। প্রচুর শিশু হাজর হল গ্রহণ দেখতে।
ভারতে হাজার হাজার মানুষ হাজির গ্রহণ দেখতে
লাদাখে গ্রহণ দেখছে খুদেরা
লাদাখ আর জম্মু কাশ্মীরে চলছে গ্রহণ দেখা
লাদাখে ব্যাপক হারে চলছে গ্রহণ দেখা।
জম্মুতে দেখা যাচ্ছে গ্রহণ
পাকিস্তানেও শুরু হল গ্রহণ
পাকিস্তানের করাচিতে শুরু হল গ্রহণ। একের পর এক ছবি আসছে সেখান থেকে।
ভারতে গ্রহণের লাইভ খবর দেখুন এখানে
ভারতে শুরু হল গ্রহণ, দেখুন ছবি
দারুণ সব ছবি আসছে সারা পৃথিবী থেকে
দুবাইয়ে শুরু হয়ে গেল সূর্যগ্রহণ
দুবাইয়ে শুরু হয়ে গিয়ছে সূর্যগ্রহণ। আস্তে আস্তে ঢেকে যাচ্ছে সূর্য। বহু মানুষ প্রত্যক্ষ করছেন এই গ্রহণ। বিশেষজ্ঞ বারবার বলছেন খালি চোখে গ্রহণ না দেখতে।
সারা পৃথিবীর গ্রহণের ছবি দেখে নিন
ইতিমধ্যে সূর্যগ্রহণ শুরু হয়ে গিয়েছে। যা চলতি বছরের শেষ সূর্যগ্রহণ। কলকাতা-সহ ভারতের অধিকাংশ জায়গা থেকে গ্রহণ দেখা যাবে। কলকাতায় গ্রহণ শুরু হবে বিকেল চারটে ৫২ মিনিট তিন সেকেন্ডে। দেখুন গ্রহণের টাটকা ছবি এখান থেকে: মেঘে ঢেকে আকাশ? বিশ্বের বিভিন্ন প্রান্তের সূর্যগ্রহণের টাটকা ছবি দেখে নিন এখানে
সারা পৃথিবী থেকে আসছে গ্রহণের ছবি
সূর্য যেন অর্ধচন্দ্র
নরওয়েতে ঢেকে যাচ্ছে সূর্য। গ্রহণ এগোচ্ছে। সাক্ষী বহু মানুষ।
লাল আকাশে দেখা যাচ্ছে গ্রহণ
লাল সূর্য ঢেকে যাচ্ছে গ্রহণে
ইতালির সিয়েনায় সূর্য ঢাকা পড়ছে গ্রহণে। একের পর এক ছবি আসছে লাল সূর্যের। সাক্ষী মানুষ।
ফ্রান্স দেখছে সূর্যগ্রহণ
ইংল্যান্ডে দেখা যাচ্ছে সূর্যগ্রহণ
ইংল্যান্ডের নানা জায়গা থেকে দেখা যাচ্ছে সূর্যগ্রহণ। গ্রহণ দেখার চশমা পরে অনেকেই সাক্ষী থাকছেন এই মহাজাগতিক ঘটনার।
ইস্তানবুলে ঢাকছে সূর্য
ইস্তানবুলে ঢাকতে শুরু করেছে সূর্য। নরওয়েতে এমনিতেই ঢেকে গিয়েছে অনেক খানি। ইউরোপের অনেকাংশেই শুরু হয়ে গিয়েছে গ্রহণ।
ইতালিতে দেখা গেল গ্রহণ
ইউরোপের বহু জায়গা থেকে দেখা যাচ্ছে গ্রহণ। তার মধ্যে ইতালিতে দেখা যাচ্ছে এই গ্রহণের রূপ।
শুরু হল বছরের শেষ সূর্যগ্রহণ
যদিও ভারত থেকে এখনই দেখা যাবে না সূর্যগ্রহণ। কিন্তু গ্রহণ শুরু হয়ে গেল এখনই। ইুরোপের বেশ কিছু জায়গা থেকে দেখা যাচ্ছে সূর্যগ্রহণ।
অন্য প্রাণীর উপরেও পড়ে গ্রহণের প্রভাব
বিজ্ঞানীরা বলেন, বেশির ভাগ প্রাণীর উপরেই পড়ে গ্রহণের প্রভাব। হঠাৎ করে অন্ধকার হয়ে যাওয়ার ফলে প্রাণীরা বুঝতে পারে না কী হচ্ছে। সন্ধ্যার নির্দিষ্ট সময়ের আগে অন্ধকার হয়ে যাওয়ায় তারা ভয় পেয়ে যায়। আদি যুগে এই ঘটনা মানুষের মনে নানা ধরনের প্রভাব ফেলতে। তাই নানা ধরনের কুসংস্কারেরও জন্ম হয়।
কখন দেখা যাবে বলয়গ্রাস?
আজ মঙ্গলবার কলকাতা থেকে স্পষ্ট দেখা যাবে আংশিক সূর্যগ্রহণ। কলকাতা ছাড়াও ভারতের উজ্জয়নী, বেঙ্গালুরু, দিল্লি, মথুরা, বারাণসী থেকে দেখা যাবে এই আংশিক সূর্যগ্রহণ। পড়ে নিন এখান থেকে: আজ কলকাতা থেকেও দেখা যাবে আংশিক সূর্যগ্রহণ! কখন দেখা যাবে বলয়গ্রাস?
অন্তঃসত্ত্বাদের কি সূর্যগ্রহণে বাইরে বেরোতে নেই? কী বলছে বিজ্ঞান
সূর্যগ্রহণের দিন গর্ভবতীদের বাইরে বেরোতে নেই। এমন কথা বলেন অনেকে। কিন্তু বিষয়টি সত্যি তাই? না, এমন কোনও কথা বিজ্ঞান বলছে না। বরং বলা হচ্ছে, আদি যুগে সূর্যগ্রহণ নিয়ে এক ধরনের ভয় কাজ করত। সেই কারণেই এমন ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে। কিন্তু এর পিছনে বৈজ্ঞানিক কোনও যুক্তি নেই।
কেন সরাসরি তাকাতে নেই গ্রহণের সূর্যের দিকে?
বিশেষজ্ঞরা বলছেন, গ্রহণ চলাকালীন চাঁদের আড়াল থেকে ঠিকরে আসা রশ্মির মারাত্মক প্রভাব পড়তে পারে চোখের উপর। এতে ক্ষতি হতে পারে দৃষ্টিশক্তির। সেই কারণেই সরাসরি তাকাতে নেই ওদিকে।
গ্রহণের সময়ে খাবার কি নষ্ট হয়ে যায়? কী বলছে NASA?
NASA-র তরফে বলা হয়েছে, গ্রহণের সঙ্গে খাবারের নষ্ট হয়ে যাওয়ার কোনও সম্পর্ক নেই। এঠি সম্পূর্ণ ভুল ধারণা। আদি যুগে মানুষ যখন বুঝতে পারত না গ্রহণ বিষয়টি কী, তখন থেকে এ ধরনের কুসংস্কারের সৃষ্টি। এর কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই।
সানগ্লাস পরে সূর্যগ্রহণ দেখা যাবে কি?
সাধারণ সানগ্লাস আর সূর্যগ্রহণ দেখার চশমার মধ্যে অনেক পার্থক্য আছে। গ্রহণ দেখা সম্পর্কে কী বলছে NASA? জেনে নিন এখান থেকে: সানগ্লাস পরে কি দেখা যাবে সূর্যগ্রহণ? কী বলছে NASA? জেনে নিন ৫টি জরুরি কথা
ভারতের কোন শহরে কত ক্ষণ চলবে গ্রহণ
কোনও শহর থেকে গ্রহণ দেখা যাবে এক ঘণ্টারও বেশি সময় ধরে, কোথাও আবার মাত্র কয়েক মিনিট। ভারতের সবচেয়ে বড় শহরগুলি থেকে গ্রহণ কখন দেখা যাবে, রইল তার তালিকা।
নয়াদিল্লি: বিকেল ৪.২৮ থেকে ৫.৪২ পর্যন্ত
মুম্বাই: বিকেল ৪.৪৯ থেকে ৬.০৯ পর্যন্ত
হায়দরাবাদ: বিকেল ৪.৫৮ থেকে ৫.৪৮ পর্যন্ত
বেঙ্গালুরু: বিকেল ৫.১২ থেকে ৫.৫৬ পর্যন্ত
চেন্নাই: বিকেল ৫.১৩ থেকে ৫.৪৫ পর্যন্ত
কলকাতা: বিকেল ৪.৫১ থেকে ৫.০৪ পর্যন্ত
ভোপাল: বিকেল ৪.৪২ থেকে ৫.৪৭ পর্যন্ত
চণ্ডীগড়: বিকেল ৪.২৩ থেকে ৫.৪১ পর্যন্ত
ভারতের কোন কোন শহর থেকে দেখা যাবে গ্রহণ
নয়াদিল্লি, মুম্বই, আহমেদাবাদ, সুরাট, পুনে, জয়পুর, ইন্দোর, থানে, ভোপাল, লুধিয়ানা, আগ্রা, চণ্ডীগড়, উজ্জয়িনী, মথুরা, পোরবন্দর, গান্ধীনগর, সিলভাসা, সুরাট এবং পানাজি থেকে এক ঘণ্টার কাছাকাছি সময় ধরে গ্রহণ দেখা যাবে। গুজরাটের দ্বারকায় দেখা যাবে সবচেয়ে বেশি সময়। কলকাতায় অবশ্য দেখা যাবে মাত্র ১২ মিনিটি।
এছাড়া হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, লখনউ, কানপুর, নাগপুর, বিশাখাপত্তনম, পাটনা, ম্যাঙ্গালুরু, কোয়েম্বাটুর, উটি, বারাণসী এবং তিরুবনন্তপুরম থেকে গ্রহণ দেখা যাবে। তবে আইজল, ডিব্রুগড়, ইম্ফল, ইটানগর, কোহিমা, শিলচর এবং আন্দামান ও নিকোবর দ্বীপ থেকে সূর্যগ্রহণ দেখা যাবে না।