বাংলা নিউজ > টুকিটাকি > Clay pots: মাটির পাত্রে খাবার রাখলে কী হয়? শরীরে কী কী প্রভাব পড়ে? জেনে নিন উপকারের তালিকা
পরবর্তী খবর

Clay pots: মাটির পাত্রে খাবার রাখলে কী হয়? শরীরে কী কী প্রভাব পড়ে? জেনে নিন উপকারের তালিকা

মাটির পাত্র (pixabay)

Benifit of clay pots: ননস্টিক পাত্রে রান্না করছেন? ঠিক করছেন তো? আজ থেকেই করুন মাটির পাত্রে রান্না। 

আধুনিক স্টাইলে রান্না করার জন্য এখন প্রায় প্রত্যেকেই ননস্টিক পাত্র ব্যবহার করে থাকেন। ননস্টিক না হলেও নিদেন পক্ষে অ্যালমুনিয়াম অথবা সিলভারের পাত্রে রান্না করা হয়। কিন্তু অ্যালমুনিয়াম ননস্টিক অথবা সিলভারের পাত্রে রান্না করার থেকে আপনি যদি মাটির পাত্রে রান্না করেন তাহলে পাবেন অনেক উপকার।

আজ থেকে কিছু বছর আগেও মাটির পাত্রে জল রাখার চলছিল প্রত্যেক বাড়িতে, যা এখন তেমনভাবে দেখা যায় না। মাটির পাত্রে জল রাখলে সেটি যেমন ঠান্ডা থাকে তেমন থাকে পরিস্কার। কিন্তু এখন সেইভাবে মাটির পাত্র ব্যবহার করতে দেখা যায় না কাউকে। কিন্তু ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন একটি গবেষণায় দাবি করেছেন, রান্নার ক্ষেত্রে সব থেকে উপযোগী হল মাটির পাত্র।

ননস্টিক পাত্রে যখন আপনি রান্না করেন তখন একটি ক্ষতি করে ধোয়া নির্গত হয় যা আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক প্রমাণিত হতে পারে। তবে খাবার খাওয়ার ক্ষেত্রে স্টেনলেস স্টিল সবথেকে বেশি নিরাপদ। তবে আপনি যদি অ্যালমুনিয়াম, লোহা, তামা পিতলের পাত্রে চাটনি অথবা সাম্বারের মত খাবার খান, তা আপনার ক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষেত্রে হবে ক্ষতিকারক।

ননস্টিক পাত্রে রান্না করলে ক্যানসার, থাইরয়েড, উচ্চ রক্তচাপের মতো বেশকিছু সমস্যা দেখা দিতে পারে। এক্ষেত্রে আপনি যদি মাটির পাত্র ব্যবহার করেন তাহলে তা হবে সব থেকে বেশি নিরাপদ। মাটির পাত্রে রান্না করলে বেশ কিছু উপকার পাওয়া যায় যেমন মাটির পাত্রে তাড়াতাড়ি রান্না করা যায় না। আস্তে আস্তে রান্না করলে খাবার খুব ভালোভাবে সেদ্ধ হয় এবং খাবারের মধ্যে কোনও ব্যাকটেরিয়ার উৎপন্ন হয় না।

মাটির হাঁড়িতে অথবা কড়াইতে যদি রান্না করতে পারেন, তাহলে আপনার খাবারের সমস্ত পুষ্টিগুণ বজায় থাকবে এবং খাবারের মধ্যে মসলাগুলি খুব সুন্দরভাবে মিশে যাবে। সর্বোপরি মাটির পাত্রে রান্না করলে খুব কম তেল লাগে, যা আপনার স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী। মাটির পাত্রে খাবার রাখলে সেটি বেশ অনেকক্ষণ গরম থাকে তাই বারবার গরম করার কোনও সমস্যা থাকে না।

মাটির পাত্র যেহেতু কাদা মাটি দিয়ে তৈরি করা হয় তাই সেটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং থাকে রাসায়নিক মুক্ত। তবে মাটির পাত্র ব্যবহার করতে হলে তা সযত্নে ব্যবহার করতে হবে না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে।

Latest News

খলিস্তানির মামলার জের, মার্কিন আদালতে তলব ভারতীয় আধিকারিকদের, মুখ খুলল দিল্লি পরকীয়ার অভিযোগ তুলে মহিলাকে জুতোর মালা পরিয়ে ঘোরালেন মহিলারাই, গ্রেফতার ৫ 'মেয়ের খুনের কিছু আগেই...', সামনে এল CBI-কে লেখা চিকিৎসকের বাবার চিঠি সল্টলেকে পথচিত্রে দুর্গা দলিত হচ্ছেন মানুষের দ্বারা, পুজোর আগে বিতর্ক তুঙ্গে ১৫ দিনের এই শ্রাদ্ধ পক্ষে পিতৃদের প্রসন্ন করতে কী করবেন ব্যবসায়ীর থেকে ৯ কোটি তোলাবাজি, অপরহণের অভিযোগ! CID- র জালে TMC কাউন্সিলর Pakistan Women বনাম South Africa Women ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? একাধিক নিয়ম ভেঙে রেজিস্ট্রেশন বাতিল সন্দীপের! উঠছে গুরুতর সব অভিযোগ বাহিনী জেরে স্কুলে বিদ্যুৎ বিল লাখের কাছে, কেন্দ্রের কাছে আদায় করতে চায় রাজ্য ১ কোটি টাকা নিয়ে অবসর! EPFO-তে জমবে আরও বেশি টাকা, বড় পরিবর্তন করতে পারে সরকার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.