বাংলা নিউজ > টুকিটাকি > How to Stop Omicron: ‘আরও বেশি করে ছড়িয়ে দিন ওমিক্রন, তাতে শেষ হবে অতিমারি’: দাবি দুই বিজ্ঞানীর

How to Stop Omicron: ‘আরও বেশি করে ছড়িয়ে দিন ওমিক্রন, তাতে শেষ হবে অতিমারি’: দাবি দুই বিজ্ঞানীর

মাস্ক ছাড়াই ঘোরার পরামর্শও দিচ্ছেন তাঁরা। (ফাইল ছবি)

ভারতীয় এই দুই বিজ্ঞানীর মত নিয়ে দুই ভাগে ভাগ বিজ্ঞানীমহল। অনেকেই বলছেন, এটি আগুন নিয়ে খেলা। 

অতিমারি শেষ করতে চান? মুক্তি পেতে চান করোনার হাত থেকে? তাহলে আরও বেশি করে ছড়িয়ে দিন ওমিক্রন। যত বেশি মানুষ ওমিক্রনে আক্রান্ত হবেন, ততই তাড়াতাড়ি শেষ হবে এই রোগের। এমনই দাবি দুই ভারতীয় বিজ্ঞানীর। তবে অনেকেই একমত নন তাঁদের সঙ্গে।

হালে বিবেক রামস্বামী এবং অপূর্ব রামস্বামী নামের এই দুই বিজ্ঞানী আলোচনায় এসেছেন তাঁদের ‘ইচ্ছা করে ওমিক্রন বাঁধান’ তত্ত্বের কারণে। বিবেক Roivant Sciences-এর প্রতিষ্ঠাতা এবং অপূর্ব Ohio State University Medical Center-এর সহকারী অধ্যাপক। এই দুই বিজ্ঞানীর বক্তব্য, সকলেরই নিজে থেকে ওমিক্রন বাঁধিয়ে ফেলা উচিত। তাতেই লাভ হবে। সকলের মধ্যে করোনা ছড়িয়ে যাওয়াই ভালো। না হলে এর পরে আরও ভয়ঙ্কর রূপ নিয়ে করোনা ফিরে আসতে পারে বলে দাবি করছেন তাঁরা। 

 

কেন এমন কথা মনে করেন তাঁরা? 

তাঁদের মতে, একটি ভাইরাস ছড়ানোর পথে যখন বাধা সৃষ্টি হয়, তখন সেটি মিউটেশন ঘটাতে থাকে। কিন্তু যখন সেটি বেশি করে ছড়ায় বা সেটিকে ছড়াতে দেওয়া হয়, তখন সে আর নিজেকে বদলাতে চায় না। বর্তমান রূপটিকেই সে ধরে রাখতে চায়। ওমিক্রন সংক্রমণ হলে যেহেতু খুব বেশি বাড়াবাড়ি বা ক্ষতি হচ্ছে না, তাই মানুষের জন্য করোনার এই রূপটিই সবচেয়ে ভালো। এটিকে আরও বেশি করে ছড়াতে দেওয়া উচিত। তাতে করোনাও চাইবে ওমিক্রন রূপটিকেই ধরে রাখতে। তাতেই শেষ হবে অতিমারি। এমনই মত তাঁদের। 

 

কীভাবে ওমিক্রন ছড়ানোর কথা বলছেন তাঁরা?

এই দুই ভারতীয় বিজ্ঞানীর মত, লকডাউনের মতো বিধিনিষেধ তুলে দেওয়া উচিত। মাস্ক পরার ক্ষেত্রেও এত কড়াকড়ি রাখা উচিত নয়। কেউ চাইলে মাস্ক পরবেন। কেউ পরবেন না। যাঁর যেমন ইচ্ছা। 

 

অন্য বিজ্ঞানীরা কী বলছেন? 

রামস্বামীদের এই বক্তব্যের সঙ্গে অনেকেই একমত। যদিও এর পাশাপাশি বড় সংখ্যক বিজ্ঞানীর মতে, এটা পুরোপুরি আগুন নিয়ে খেলা। এর ফল কী হতে চলেছে, আমরা জানি না। তাছাড়া অনেকের মতেই, ওমিক্রন সাধারণ ঠান্ডা লাগার মতো সমস্যা নয়। বিশেষ করে ৬৫ উপরের অনেকের বড় বিপদ ডেকে আনছে ওমিক্রন। তাই তাঁদের মতে লাগামছাড়া হয়ে ওমিক্রনকে নিজের দিকে টেনে আনাটা মোটেই খুব সুবিধার কিছু হবে না।

টুকিটাকি খবর

Latest News

রাম নবমীর পরেই আসতে চলেছে হনুমান জয়ন্তী, জেনে নিন এই দিনের ধর্মীয় গুরুত্ব ফের চালু বাউড়িয়া-বজবজ ফেরি পরিষেবা, খুশি যাত্রীরা, বানের জলে ভেসে গিয়েছিল জেটি মেঘালয়ে CAA বিরোধী মিছিলের গণপিটুনিতে মৃত ২, প্রতিবাদে বিক্ষোভ কলকাতায় মান্ডিতে প্রচার শুরু কঙ্গনার, ‘সেবায় কোনও খামতি রাখব না’ দাবি বিজেপি প্রার্থীর লন্ডনে ‘হোপ গালা’র সঞ্চালনায় আলিয়া, যোগ দিলেন গুরিন্দর চাড্ডা এবং হর্ষদীপ কৌররা বিয়ের চর্চার মাঝে রোম্যান্সে মজে তাপসী, হাবুডুবু খাচ্ছেন প্রেমে! ফাঁস সিক্রেট সবুজে সবুজ, টলটলে পুকুর,ছবির মতো হবে কলকাতা,বেসরকারি সংস্থাকে বড় অনুরোধ পুরসভার বিয়ের পর প্রথম জন্মদিন, তবু অনুপম বলছেন নতুন বউ-এর সঙ্গে বিশেষ পরিকল্পনা নেই…! AIFF-এর অ্যাডমিন বিভাগের মহিলা কর্মীকে হেনস্থার অভিযোগ পুরুষ সহকর্মীর বিরুদ্ধে সরকারি শিক্ষকদের কপালে নাচছে শনি, কাটবে বেতন, দফতরের পদক্ষেপ সমর্থন মন্ত্রীর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.