সোশ্যাল মিডিয়ায় বিরাট ভাইরাল হয়েছে এই অপটিক্যাল ইলিউশনটি। অনেকেই বলছেন, এটি নাকি দারুণ ভাবে চোখের পরীক্ষা করতে পারে। কার চোখের কী হাল, কার পর্যবেক্ষণ ক্ষমতা কতটা, সেটি নাকি সহজেই টের পাওয়া যায় এই অপটিক্যাল ইলিউশনটি দেখে। বিষয়টি কতটা যুক্তিসঙ্গত?
তবে তার আগে আসা যাক, এই অপটিক্যাল ইলিউশনটির সূচনা সম্পর্কে? হালে সোশ্যাল মিডিয়ায় এই অপটিক্যাল ইলিউশনটি পোস্ট করেন তুরস্কের এক মহিলা। মিউজিকোলজির প্রশিক্ষক এই মহিলা সোশ্যাল মিডিয়ায় অপটিক্যাল ইলিউশনটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়। কয়েক ঘণ্টার মধ্যে লক্ষাধিক মানুষ এটি শেয়ার করেন। যে যা সংখ্যা দেখতে পান, সেটি লেখেন। আর তার মধ্যে থেকেই উঠে আসে নানা ধরনের উত্তর।
(আরও পড়ুন: ওই দেখুন একটা ভাল্লুক! পেলেন না? আপনার আইকিউ ভালো হলে ১৫ সেকেন্ডেই খুঁজে পাবেন)
আরও একবার দেখে নেওয়া যাক অপটিক্যাল ইলিউশনটি। দেখুন তো আপনি কোন সংখ্যা দেখতে পাচ্ছেন এর মধ্যে।
এই অপটিক্যাল ইলিউশনটি পোস্ট হওয়ার পরে বেশির ভাগ মানুষই জানিয়েছেন, তাঁরা এর মধ্যে ৫৭১ (ইংরেজিতে 571)সংখ্যাটি দেখতে পাচ্ছেন। যদিও কেউ কেউ বলেছেন, ৭-এর ঠিক তলায় তাঁরা ইংরেজিতে লেখা ৬ সংখ্যাটিও দেখতে পাচ্ছেন।
তবে বেশির ভাগেরই মত, সংখ্যাটি ৫৭১। আর যাঁরা এই সংখ্যাটি দেখতে পাচ্ছেন, তাঁদের নাকি চোখের হাল ভালো। এমনই দাবি করা হয়েছে। কিন্তু সেই দাবি কতটা যুক্তিসঙ্গত?
(আরও পড়ুন: কী কী অঙ্ক লেখা এই গোলকধাঁধার পিছনে? ৩০ সেকেন্ডে উত্তর খুঁজে পেলে আপনিই সেরা)
বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের অপটিক্যাল ইলিউশনকে শুধুমাত্র মজার খেলা হিসাবেই নেওয়া যেতে পারে। এটিকে চোখের ক্ষমতা পরীক্ষার কোনও বিশ্বাসযোগ্য মাধ্যম হিসাবে নেওয়া উচিত নয়। চোখের ক্ষমতা প্রকৃতপক্ষে কেমন, সেই প্রশ্নের জবাব দিতে পারেন একমাত্র কোনও বিশেষজ্ঞ চিকিৎসকই। নানা ধরনের পরীক্ষার মাধ্যমে সেটি বোঝা যায়। এমন অপটিক্যাল ইলিউশন থেকে বোঝা মুশকিল। তবে হ্যাঁ, সময় কাটানোর উপাদান হিসাবে এগুলি মজার, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup