১। দুই বন্ধু নিজেদের মামাবাড়ি নিয়ে বিরাট বিরাট কথা বলছে।
প্রথম বন্ধু: জানিস, আমার মামার বাড়িতে এত বড় আম হয় যে দু’টিতেই এক কেজি হয়ে যায়!
দ্বিতীয় বন্ধু: আরে তুই জানিস, আমার মামাবাড়িতে এত বড় বড় আম হয় যে চারটিতেই এক ডজন হয়ে যায়!
(আরও পড়ুন: হাসতে হাসতে পেটে খিল! দিনের সেরা ৫ জোকস পড়েছেন? যারা পড়ছে, তাদের হাসি থামছে না)
২। এক মাতালকে ধরে বন্ধুদের আড্ডায় নিয়ে এসেছে এক বন্ধু।
প্রথম বন্ধু: এটাকে নিয়ে এসেছিস কেন?
দ্বিতীয় বন্ধু: আরে ও রাত দুটোর সময় একটা ট্যাক্সির সামনে দাঁড়িয়ে চালককে অকথ্য ভাষায় গালিগালাজ করছিল।
তৃতীয় বন্ধু: চালক কী করছিল?
দ্বিতীয় বন্ধু: এটাই তো মজার কথা! ট্যাক্সির ভেতরে কোনও চালক ছিল না!
(আরও পড়ুন: উইকেন্ডে একটু মজা তো করতেই হবে! ৩ মিনিট মনখুলে হাসুন, পড়ুন দিনের সেরা ৫ জোকস)
৩। দুই মাতাল বন্ধুর মধ্যে কথা হচ্ছে।
প্রথম বন্ধু একমনে কী যেন লিখছে।
চুপি চুপি পিছনে এসে দাঁড়াল দ্বিতীয় বন্ধু। বলল, কী রে, চিঠি লিখছিস নাকি?
প্রথম বন্ধু: হুঁ।
দ্বিতীয় বন্ধু: কাকে লিখছিস?
প্রথম বন্ধু: নিজেকে।
দ্বিতীয় বন্ধু: বাহ্! ভালো তো। তা কী লিখলি?
প্রথম বন্ধু: তুই কি পাগল নাকি রে? সবে তো চিঠিটা লিখছি। চিঠি পাঠাব, দুদিন বাদে চিঠিটা পাব, খুলে পড়ব। তারপর তো বলতে পারব কী লিখেছি!
(আরও পড়ুন: সপ্তাহের প্রথম কাজের দিন মন ভালো রাখতেই হবে, পড়ুন দিনের সেরা ৫ জোকস, থাকুন মজায়)
৪। চিত্রশিল্পীর প্রদর্শনী চলছে। তিনি এলেন সন্ধ্যার পর গ্যালারিতে। গ্যালারির মালিক আবার তাঁর বন্ধু। তাঁকে জিজ্ঞেস করলেন, কেউ কি ছবি কিনতে চেয়েছে?
বন্ধু বলল, হ্যাঁ হ্যাঁ। একজন এসে বলল,তোর মৃত্যুর পর এই ছবিগুলোর দাম আকাশছোঁয়া হবে কি না। আমি বললাম, অবশ্যই হবে। তখন তিনি একসঙ্গে ১৫টি ছবি কিনে নিলেন।
−দারুণ তো! কে এই ভদ্রলোক?
−তোর পারিবারিক ডাক্তার।
(আরও পড়ুন: সকাল থেকে আকাশের মুখ ভার, তা বলে আপনার আনন্দ যেন না কমে! পড়ুন দিনের সেরা ৫ জোকস)
৫। স্ত্রী: শোনো আমার বান্ধবীরা আসছে। আশা করি অন্তত চা-টা ওদের সামনে মার্জিতভাবে খাবে, প্লেটে ঢেলে খাবে না।
স্বামী: তুমি পাগল না উন্মাদ? কাপে যে খাব চামচের গুতোয় চোখটা যাবে না আমার ?