মাথায় অজান্তেই বাসা বাঁধছে উকুন। কী করে এর থেকে রেহাই পাওয়া সম্ভব? রইল সেরা চার টোটকার হদিশ।
1/5উকুন একবার মাথায় বাসা বাঁধলে নানারকম রোগ ডেকে আনে। চুলেরও দফারফা করে দেয়। কী করে এর থেকে রেহাই পাওয়া সম্ভব? রইল সেরা চার টোটকার হদিশ। (Freepik)
2/5নিজের তোয়ালে, চিরুনি: অন্যের তোয়ালে দিয়ে মাথা মুছবেন না। অন্যের চিরুনি দিয়ে চুল আঁচড়াবেন না। এতে অন্যের মাথা থেকে আপনার মাথায় উকুন আসার আশঙ্কা অনেকটাই বেড়ে যায়। তাই নিজের জন্য এই দুটি জিনিস আলাদা করে রাখুন। (Freepik)
3/5ভেজা চুল আঁচড়ে নিন: সাধারণত ভেজা অবস্থায় চুল না আঁচড়ানোর পরামর্শ দেন সবাই। কিন্তু চুল ভেজা অবস্থায় উকুন চট করে নড়াচড়া করতে পারে না। এই সময় সরু দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ালে সহজেই উকুন মাথা থেকে বেরিয়ে আসে। চুল খুব ছোটো ছোটো অংশে ভাগ করে নিন প্রথমে। তারপর প্রতিটি অংশে তিনবার করে চিরুনি চালান। (Freepik)
4/5চুলে তেল দিন: চুলে নারকেল তেল বা আমন্ড তেল ভালো ভাবে লাগিয়ে নিন। এরপর ছোটো ছোটো ভাগ করে নিন মাথার চুল। তারপরে সরু দাঁতযুক্ত চিরুনি দিয়ে চুল আঁচড়ান। এতে সহজেই উকুন চিরুনিতে আটকে বেরিয়ে আসে। (Freepik)
5/5এসেনশিয়াল অয়েল: এসেনশিয়াল অয়েলের সাহায্য নিতে পারেন। উকুন দূর করার জন্য বিভিন্ন এসেনশিয়াল অয়েল যেমন টি ট্রি অয়েল, ল্যাভেন্ডার অয়েল, নিম অয়েল, পিপারমিন্ট অয়েল এবং নাটমেগ অয়েল ব্যবহার করতে পারেন। এগুলো অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ফাঙ্গাল সমৃদ্ধ। (Freepik)