বাংলা নিউজ > টুকিটাকি > Live In couple and singles: লিভইন করুন বা সিঙ্গল থাকুন, গর্ভধারণে বাধা নেই, কোথাকার নাগরিক হলে এই সুবিধা

Live In couple and singles: লিভইন করুন বা সিঙ্গল থাকুন, গর্ভধারণে বাধা নেই, কোথাকার নাগরিক হলে এই সুবিধা

বিবাহিত দম্পতিদের মতোই অবিবাহিতরাও এবার সন্তান পালন করতে পারবেন (Freepik)

Live In couple and singles are allowed to give birth baby: লিভইন করুন বা সিঙ্গল থাকুন, সেই নিয়ে আর ভাবতে হবে না। নিশ্চিন্তে গর্ভধারণ করতে পারবেন। শুধু এখানের নাগরিক হতে হবে।

বিবাহিত দম্পতিদের মতোই লিভইন সঙ্গীরাও এবার সন্তান পালন করতে পারবেন। চিনের সিচুয়ান প্রদেশের সরকারের তরফে এবার এমনই নির্দেশ জারি করা হল। শুধু তাই নয়, সন্তান পালনের পাশাপাশি একাধিক সুবিধা পান বিবাহিত দম্পতিরা। তেমন সুযোগসুবিধা এবার লিভইন সঙ্গীরাও পাবেন বাবা মা হিসেবে। চিনের দক্ষিণপশ্চিমে সিচুয়ান প্রদেশের স্বাস্থ্য দপ্তরের তরফে সম্প্রতি এমন নির্দেশিকা জারি করা হয়েছে। 

হঠাৎ এমন নির্দেশ জারি করার কারণ? 

সরকারের তরফে বলা হয়েছে, জন্মহার কমে যাচ্ছে ক্রমশ। সেই পরিস্থিতি সামাল দিতেই এবার এমন ব্যবস্থা নেওয়া হল। জনসংখ্যা ও জন্মহার বাড়াতে বেজিং সরকারই এই সিদ্ধান্ত নিয়েছে। প্রসঙ্গত, সিচুয়ান চীনের পঞ্চম জনবহুল প্রদেশ। সরকারি পরিসংখ্যান উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, ৬০ বছরের বেশি বয়সি এমন জনসংখ্যার ক্ষেত্রে এই প্রদেশটি চীনের সপ্তম স্থানে রয়েছে। মোট জনসংখ্যার ২১ শতাংশের বয়স ৬০ বছরের বেশি।

এর আগের নিয়ম অনুযায়ী, সিচুয়ান প্রদেশে একজন বিবাহিত নারীই শিশুর জন্ম দিতে পারত। বিয়ে ও জন্মহার কমছিল বেশ কয়েক বছর ধরেই। সম্প্রতি অনেকটাই কমেছে জন্মহার। যার ফলে চিন্তা বেড়েছে প্রশাসনের। সেই থেকে জন্মহার বাড়াতেই এই পদক্ষেপ। এর আগে অবশ্য ২০১৯ সালেও সিচুয়ান প্রদেশের তরফে জন্মহার বাড়াতে ব্যবস্থা নেওয়া হয়েছিল। বলা হয়েছিল অবিবাহিতরা ব্যক্তিরাও শিশু পালন করতে পারবেন। নতুন নিয়ম এই বছরের ফেব্রুয়ারি মাস থেকে চালু হতে চলেছে। ফেব্রুয়ারির ১৫ তারিখ থেকে চালু হবে নয়া নির্দেশ।

নতুন নিয়ম অনুযায়ী, বিবাহিত দম্পতি এবং যেকোনও ব্যক্তি যারা সন্তান চান, তাদের প্রাদেশিক কর্তৃপক্ষের কাছে নাম নিবন্ধনের অনুমতি দেওয়া হবে। এমনকী তাঁরা মন মতো যত ইচ্ছে সন্তানও ধারণ করতে পারেন।সিচুয়ানের স্বাস্থ্য দপ্তর জানায়, এই বিশেষের নির্দেশের লক্ষ্য, দীর্ঘমেয়াদী এবং সুষম জনসংখ্যার উন্নয়ন ও তার প্রচার করা।

২০২২ সালে চীনের জনসংখ্যা গত ছয় দশকের মধ্যে প্রথমবার কমে যায়। বিশেষজ্ঞদের মতে, এই ঘটনা ঐতিহাসিক। আগামী দিনেও এই জনসংখ্যা আরও কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই কারণেই কর্তৃপক্ষ জনসংখ্যা বাড়াতে নাগরিকদের উৎসাহিত করছে। এর জন্য উৎসাহমূলক ভাতা দেওয়া হবে। একইসঙ্গে আরও বিভিন্ন সুযোগ সুবিধা যেমন মাতৃত্বকালীন বীমার সুবিধাও দেওয়া হবে। শিশুর জন্মের যাবতীয় খরচ মেটাতে সাহায্য করবে এই মাতৃত্বকালীন বীমা। এছাড়াও, বিবাহিত মহিলারা যাতে মাতৃত্বকালীন ছুটির সময়েও তাদের বেতন ঠিকমতো পান তাও নিশ্চিত করা হচ্ছে। সিচুয়ান প্রদেশে এবার অবিবাহিত পুরুষ ও মহিলারাও এই সুবিধা পাবেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

টুকিটাকি খবর

Latest News

মনে মনে লাদাখ চলুন 'চুটগি' নামের খাবার হাতে! এভাবে বানালেই চেটেপুটে খাবেন সকলে মস্কোয় সন্ত্রাসী হামলার এক সপ্তাহ বাদে এখনও নিঁখোজ প্রায় ১০০ ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি হারব’‌, বিজেপি নেতার মন্তব্যে আলোড়ন ‘আশা করছি প্রত্যেকের অধিকার…’কেজরিওয়াল গ্রেফতারে মুখ খুলল রাষ্ট্রসংঘ চিন্তা উড়িয়ে বাম্পার চাকরি পেল IIM-এর পড়ুয়ারা, গড়ে ৩২ লাখের প্যাকেজ NDA-তে যোগের ৮ মাসে প্রফুলকে ক্লিনচিট CBI-এর, 'ওয়াশিং মেশিনে ধোলাই', খোঁচা TMC-র ২৩৮ বার হেরেও ‘ঘায়েল’ হননি, লড়াকু পদ্মরাজন এবারও দাঁড়াচ্ছেন ভোটে ‘স্ত্রী হিসেবে ০...’ প্রেম করে বিয়ে, তবুও কেন টিকল না রচনা-সিদ্ধান্তের সংসার? হাজিরা দেওয়া সত্ত্বেও শোকজ ভোটকর্মীরা, অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে 'ওর মতে আমি…', নির্বাচনের আগেই আত্মবিশ্বাসী সায়নী! কী বললেন বন্ধু রাজ?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.