বাংলা নিউজ > টুকিটাকি > Liver cancer: কোন কোন উপসর্গ দেখা দেয় লিভার ক্যানসারে? কীভাবে শুরুতেই ধরা পড়বে রোগ

Liver cancer: কোন কোন উপসর্গ দেখা দেয় লিভার ক্যানসারে? কীভাবে শুরুতেই ধরা পড়বে রোগ

কোন কোন উপসর্গ দেখা দিতে পারে লিভার ক্যানসারে? (Pixabay)

Liver cancer signs, symptoms and diagnosis: লিভার ক্যানসার মারাত্মক হয়ে উঠছে সারা বিশ্বেই। এর প্রাথমিক উপসর্গগুলি অনেকেই এড়িয়ে চলেন। সঠিক সময়ে উপসর্গগুলি লক্ষ করলে এই ক্যানসারের চিকিৎসা অনেকটাই সহজ।

সারা বিশ্ব জুড়েই দিন দিন বেড়ে চলেছে ক্যানসারের প্রকোপ। এর মধ্যে বেশ কয়েকটি ক্যানসার গত কয়েক বছরে মারাত্মক আকার ধারণ করেছে। বিশেষজ্ঞদের কথায়, লিভার ক্যানসার এই ক্যানসারগুলির মধ্যে অন্যতম। এর উপসর্গ সহজে বোঝা যায় না বলে এটি আরও গুরুতর আকার ধারণ করে। সম্প্রতি দেখা গিয়েছে বিশ্বের মোট ৪৬ টি দেশে ক্যানসারে মৃত্যুর ক্ষেত্রে লিভার ক্যানসারে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে।

এই রোগের উপসর্গগুলি সঠিক সময়ে লক্ষ করলে রোগের ভয়াবহতা অনেকটাই এড়ানো যায়। চিকিৎসকদের কথায়, প্রাথমিক অবস্থায় উপসর্গ তেমন গুরুতর হয় না বলে অনেকেই সেগুলি এড়়িয়ে চলেন। এতেই বাড়ে বিপদ।

কোন কোন উপসর্গ দেখা দিতে পারে লিভার ক্যানসারে?

১. মাঝে মাঝেই পেটে ব্যথা: কোনও কারণ ছাড়াই মাঝে মাঝে পেটের উপরে ডানদিক বরাবর অসহ্য ব্যথা হয়। বিশেষজ্ঞদের কথায়, এটি লিভার ক্যানসারের অন্যতম লক্ষণ। এমন লক্ষণ দেখা দিলে মোটেই সাধারণ সমস্যা ভেবে এড়িয়ে চলা উচিত নয়। ব্যথাটি ডানদিকের ফুসফুসের ঠিক নিচে হয়।

২. খিদে কমে যাওয়া: ক্যানসার কোশের সংখ্যা বাড়তে থাকলে খিদে কমে যাওয়ার মতো লক্ষণ দেখা দিতে পারে। এর পাশাপাশি হঠাৎই ওজন কমে যাওয়ার উপসর্গ দেখা দিতে থাকে। কোনও কারণ ছাড়াই ওজন কমে যাওয়া বেশিরভাগ ক্যানসারের অন্যতম লক্ষণ।

৩. ক্রনিক লিভার রোগের উপসর্গ: ক্রনিক লিভার রোগের উপসর্গগুলি লিভার ক্যানসার হলেও দেখা দিতে পারে। দেখা গিয়েছে এই অবস্থায় চোখের মণি হলুদ হয়ে যায়। এছাড়া, মূত্রের রঙও হলদে হতে থাকে। জন্ডিসের কিছু কিছু লক্ষণও এই পরিস্থিতিতে শরীরে ফুটে উঠতে থাকে। বিশেষজ্ঞদের কথায়, এই ক্যানসারে পেটে জল জমে যাওয়ার উপসর্গ তৈরি হতে পারে।

কীভাবে বোঝা সম্ভব লিভার ক্যানসার?

লিভার ক্যানসার হয়েছে কিনা তা বুঝতে কিছু পরীক্ষা নিয়মিত করানো জরুরি। চিকিৎসকদের কথায়, ক্রনিক লিভার রোগ বা লিভারের অন্য কোনও সমস্যা থাকলে লিভার ক্যানসারের আশঙ্কা অনেকটা বেড়ে যায়। তাই লিভারের পরীক্ষা করানোর সময় সম্ভাব্য টিউমারের পরীক্ষাও করিয়ে নেওয়া ভালো। ছয় মাস অন্তর সম্পূর্ণ পেটের আল্ট্রাসোনোগ্রাফি করলেই আলফাপ্রোটিনযুক্ত কোনও টিউমার আছে কিনা তা ধরা পড়ে। হেপাটাইটিস বা লিভার সিরোসিস হলে তাঁদের প্রাথমিক লিভার ক্যানসার হওয়ার আশঙ্কা যথেষ্ট বেশি। ফলে হেপাটাইটিস বা সিরোসিস হয়েছে এমন রোগীদেরও নিয়মিত পরীক্ষা করানো জরুরি।

 

 

টুকিটাকি খবর

Latest News

আদানির সংস্থার ২৬% শেয়ার কিনে ফেললেন আম্বানি! তাও মাত্র ৫০ কোটিতে তিপ্রা মোথার সঙ্গে বিজেপির জোট থাকবে ২০২৮ পর্যন্ত, লোকসভা নির্বাচনে বড় সমীকরণ নিয়মের ফাঁক দিয়ে DC-র বিরুদ্ধে ৫ জন বিদেশি খেলাল রাজস্থান, রেগে লাল সৌরভ-পন্টিং ওড়িশায় বাংলাদেশি বলে মারধর! ২০ পরিযায়ী শ্রমিককে উদ্ধার করলেন তৃণমূল সাংসদ ঠাকুরদা ছিলেন কংগ্রেস সভাপতি, দাদু সেনার ব্রিগেডিয়ার, আর মুখতার হয়েছিলেন 'ডন' মেয়েকে ২৫০কোটির বাংলো উপহার রণবীর-আলিয়ার, রাহা-ই বলিপাড়ার সবথেকে ধনী ‘স্টার কিড বহুবিবাহ আইনে ২য় স্ত্রী ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে মামলা নয়: কর্ণাটক হাইকোর্ট 'নমো অ্যাপে একটা সেলফি তুলুন', হালকা চালে AI থেকে UPI নিয়ে আলোচনা মোদী-গেটসের ১৮ বছরে পা রাখল হৃতিকের বড় ছেলে, বিশেষ পার্টির আয়োজনে কী কী করলেন সুজান-সাবা সতীশ কৌশিক আর নেই, মুক্তি পেল 'পাটনা শুক্লা', বন্ধুকে নিয়ে আবেগতাড়িত সলমন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.