বাংলা নিউজ > টুকিটাকি > Long Covid: করোনায় যাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল, ১ বছরে তাঁদের কত জন পুরো সুস্থ হলেন

Long Covid: করোনায় যাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল, ১ বছরে তাঁদের কত জন পুরো সুস্থ হলেন

করোনা থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন কত জন?

করোনার কারণে অনেককেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁধের মধ্যে কত জন পুরোপুরি সুস্থ হতে পারলেন? পরিসংখ্যানটি রীতিমতো উদ্বেগজনক। 

কোভিড সংক্রমণের কারণে অনেককেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরেও শরীরে সেই রোগের প্রভাব বহু দিন থেকে গিয়েছে। কিন্তু কত দিন থাকতে পারে এর প্রভাব? সম্প্রতি এমন বেশি কিছু রোগীকে নিয়ে সমীক্ষা চালানো হয়েছিল, যাঁরা এক বছর আগে করোনার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন? কী দেখা গেল, তাঁদের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছেন কত জন?

সম্প্রতি ইংল্যান্ডে কোভিড রোগীদের নিয়ে একটি সমীক্ষা চালানো হয়। বেছে নেওয়া হয়েছিল ২৩০০ জন কোভিড রোগীকে, যাঁদের করোনার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মার্চ ২০২০ থেকে এপ্রিল ২০২১-এর মধ্যে এঁদের হাসপাতালে ভর্তি করা হয়। ২০২২ সালের এপ্রিলে এসে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করে যে ফল পাওয়া গিয়েছে, সেটিই তুলে ধরা হয়েছে।

দেখা গিয়েছে, ২৯ শতাংশের কম মানুষ পুরোপুরি সুস্থ হয়েছেন এক বছরে। পাঁচ মাসে সুস্থ হয়েছেন ২৬ শতাংশ মতো রোগী। কিন্তু এক বছরে তা বেড়ে দাঁড়িয়েছে মাত্র ২৮.৯ শতাংশে।

কেন এমন অবস্থা?

বিজ্ঞানীরা বলছেন, এর জন্য দায়ী মূলত Long Covid। কোভিডের সুদূরপ্রসারী প্রভাবের কারণেই এই অবস্থা হচ্ছে।

কী কী সমস্যা থেকে যাচ্ছে এক বছর পরেও?

  • ক্লান্তি
  • পেশির ব্যথা
  • ঘুমের সমস্যা
  • শ্বাসকষ্ট

বিজ্ঞানীরা বলছেন, এই প্রভাব কারও কারও শরীরের থেকে যেতে পারে আরও বহু দিন। তাই Long Covid সম্পর্কে আরও বেশি সচেতনতার প্রয়োজন বলে মনে করছেন তাঁরা।

বন্ধ করুন