মেথি, কালো তিল আর কারিপাতা, দই দিয়ে একটা পেস্ট বান... more
মেথি, কালো তিল আর কারিপাতা, দই দিয়ে একটা পেস্ট বানিয়ে নিন। তিনটি জিনিসকেই ভালো করে ব্লেন্ড করে নিন। তাতে উপকার পাবেন। তবে এই পেস্ট তৈরির একটি বিশেষ পদ্ধতি রয়েছে।
1/4পরনে থাকবে শাড়ি, তার সঙ্গে কোমর পর্যন্ত লম্বা চুল, পাশ দিয়ে আঁচল থাকবে কুঁচি করে। এমনভাবে নিজেকে সাজিয়ে নিয়ে বিয়ে বাড়ির আসরে সকলে তাক লাগিয়ে দেওয়ার ইচ্ছে রয়েছে? কিন্তু এমন স্বপ্নসুন্দর ব্যাপারকে বাস্তবে রূপ দিতে গিয়ে একটাই বাধা রয়ে যাচ্ছে… তা হল চুল পড়া? সমস্যা যদি এমনতর হয়, তাহলে এর সমাধানেরও উপায় রয়েছে। আর তা লুকিয়ে রয়েছে মেথি ও কালো তিলের পেস্টে। ছবি: পিক্সাবে
2/4কীভাবে বানাবেন পেস্ট- মেথি, কালো তিল আর কারিপাতা, দই দিয়ে একটা পেস্ট বানিয়ে নিন। তিনটি জিনিসকেই ভালো করে ব্লেন্ড করে নিন। তাতে উপকার পাবেন। তবে এই পেস্ট তৈরির একটি বিশেষ পদ্ধতি রয়েছে। ফাইল ছবি: আনস্প্ল্যাশ
3/4চুলে লাগান মেথি, কালো তিলের পেস্ট- তিল আর মেথি ভালো করে পিষে নিন। তারপর তা একটি পাত্রে রেখে দই দিয়ে দিন তাতে। দই দেওয়ার আগে সেই গুঁড়োকে রেখেও দিতে পারেন। পরে রোজ তেলের সঙ্গে সেই গুঁড়ো লাগাতে পারেন। নয়তো দই দেওয়া ওই পেস্ট চুলে লাগিয়ে রাখুন ২০ মিনিট।
4/4চুল হবে ঘন- চুলে লাগান দই, মেথি ও কালো তিলের পেস্ট। আর তারপর তা ১৫ থেকে ২০ মিনিট রেখে ছেড়ে দিন। এরপর চুলে শ্যাম্পু করে ফেলুন। মনোগ্রাহী মুলায়ম চুলই শুধু নয়, লম্বা চুল পেতে হলেও এই উপায় খুবই কার্যকরী।