রোজ সোশ্যাল মিডিয়ায় বহুOptical Illusion বিরাট জনপ্রিয় হয়ে যায়। তার মধ্যে কিছু থাকে আঁকা, আর কিছু একেবারে প্রকৃতির খেলা। তবে এই ছবিটি একেবারেই আঁকা। এই ছবির প্রধান চরিত্র হচ্ছে কয়েকটি কুকুর। কিন্তু এর মধ্যেও রয়েছে একটি ভাল্লুক। আর সেটি খুঁজে পেতে হবে, সেটিই চ্যালেঞ্জ।
(আরও পড়ুন: ছবিতে শুধু মুরগিই দেখছেন, নাকি পেঁচাগুলিকেও দেখতে পেলেন? কত সেকেন্ডে পারবেন খুঁজে নিতে!)
বেশির ভাগই উত্তর দেবেন, এতে কোনও ভাল্লুকই নেই। কিন্তু সেটি ভুল উত্তর। কারণ এখানে আছে সত্যিই আছে একটি ভাল্লুক। ভালো করে খুঁজে দেখুন তো।
(আরও পড়ুন: কাকাতুয়ার ঝাঁকের এই ব্রেন টিজারের ফাঁদ থেকে ঘুঘু খুঁজে বের করতে হবে ১০ সেকেন্ডে! পারবেন?)
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ছবিটি। যিনি ছবিটি এঁকেছেন, তিনি চ্যালেঞ্জ ছুঁডে় দিয়েছেন সকলের উদ্দেশে। বলেছেন, এটি নাকি বুদ্ধির পরীক্ষা হতে চলেছে। কারণ ভাল্লুকটিকে খুঁজে নিতে হবে ১৫ সেকেন্ডে। আর একবার ভালো করে দেখে নিন ছবিটি। দেখুন তো দেখতে পাচ্ছেন কি না।
এখনও কি বুঝতে পারলেন না? তাহলে উত্তরও দিয়ে দিলাম আমরাই।
এবার বুঝলেন তো? হ্যাঁ, এর মধ্যে সত্যিই ছিল ভাল্লুকটি। তবে বলে না দিলে চট করে যাকে ধরা মুশকিল।
(আরও পড়ুন: কী কী অঙ্ক লেখা এই গোলকধাঁধার পিছনে? ৩০ সেকেন্ডে উত্তর খুঁজে পেলে আপনিই সেরা)
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup