১৫০ জন বরযাত্রী নিয়ে দুবাই থেকে বিয়ে করতে এলেন বর। বিয়ের ঠিক আগেই মিলল না কনের খোঁজ। এমনকি বিয়ের আসরও ছিল না। তিন বছর ধরে অনলাইন প্রেমে এমন পরিণতি হতে পারে, ভাবতেই পারেননি তিনি।
ঠিক কী ঘটনা ঘটেছে
পঞ্জাবের মোগায় এমনই ঘটনা ঘটে গিয়েছে ২৪ বছর বয়সী বর দীপক কুমারের সঙ্গে। জানা গিয়েছে, তিন বছর ধরে ইনস্টাগ্রামের মাধ্যমে মোগার বাসিন্দা মনপ্রীত কৌরের সঙ্গে সম্পর্ক ছিল তাঁর। এবার বিয়ের পরিকল্পনা করেন দুজনে। কিন্তু দীপক যখন বিয়ের জন্য পৌঁছোলেন, তখন কনে তো নিখোঁজ ছিলই, বিয়ের স্থানও ছিল না।
দীপক দুবাইতে কাজ করেন। এক মাস আগে বিয়ের জন্য জলন্ধরে নিজের গ্রামে ফিরেছিলেন তিনি। তিনি এবং তাঁর ইনস্টা প্রেমিকা মনপ্রীত কখনও মুখোমুখি হননি। বিয়ের সব খুঁটিনাটি আয়োজন হয়েছিল ফোনে। উভয় পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় ফোনেই।
আরও পড়ুন: (Beauty Tips: স্নানের জলে এই ৫টি জিনিস মেশান, বাড়বে সৌন্দর্য, সঙ্গে নাকি বাড়বে সৌভাগ্যও)
বিয়ের দিন হয়ে গেল প্রতারণার দিন
সময়সূচি অনুযায়ী বর ও তাঁর পরিবার মোগা পৌঁছে হতবাক হয়ে যান। তাঁদের বলা হয়েছিল কিছু লোক তাঁদের বিয়ের ভেন্যু 'রোজ গার্ডেন প্যালেসে' নিয়ে যাবে, কিন্তু ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কেউ আসেনি। বিয়ের অতিথিরা স্থানীয় লোকজনের কাছে জানতে চাইলে তাঁরা জানতে পারেন, মোগায় এমন কোনও ভেন্যু নেই।
বর অভিযোগ দায়ের করেছে
কনেকে না পেয়ে, তাঁকে ও তাঁর পরিবারকে অনেকবার ফোন করার চেষ্টা করে, না পেয়ে, পুলিশে জানান বর। তিনি অভিযোগ করেছেন যে তিনি এর আগে কনেকে ৫০,০০০ টাকা পাঠিয়েছিলেন। ঘটনার পর দীপক থানায় অভিযোগ দায়ের করেন। মোগা সহকারী সাব-ইন্সপেক্টর হরজিন্দর সিং জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টির তদন্ত শুরু করা হয়েছে।
আরও পড়ুন: (History of Syria: আবার উত্তাল সিরিয়া, অশান্তির সূত্রপাতের আগে কেমন ছিল গৌরবময় দেশটি? ফিরে দেখা)
পরিবারকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে
দীপকের বাবা প্রেম চাঁদ বলেছিলেন যে তিনি বিয়ের জন্য ট্যাক্সি বুক করেছিলেন, খাবারের ব্যবস্থা করেছিলেন এবং একজন ভিডিয়োগ্রাফারকেও ডেকেছিলেন, কিন্তু কনে এবং তার পরিবার ফোনটি বন্ধ করে নিখোঁজ হয়ে যায়।
পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে
পুলিশ জানিয়েছে, কনে ও তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। ঘটনার সত্যতা ও প্রতারণার অন্যান্য দিক এখনও তদন্তাধীন।