প্রেম কেলেঙ্কারির শিকার হলেন মালয়েশিয়ার এক বৃদ্ধা। বছরের পর বছর ধরে অনলাইনে সঙ্গীর সঙ্গে কথা বলতেন তিনি। এ সময় অভিযুক্ত যুবক প্রয়োজনের নামে বারবার ওই মহিলার কাছে টাকা চাইতে থাকেন। তিনিও মোহে পড়ে এত টাকা পাঠিয়ে গিয়েছেন যে তার মোট মূল্য এখন কল্পনার বাইরে।
ভালবাসা যে কারও সঙ্গে হতে পারে, কিন্তু বিশ্বাস এমন কিছু নয় যা যে কারওকে করা যায়। বলা হয়, প্রেমে পড়া ভালো। কিন্তু কাউকেই অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয়। যেমন মালয়েশিয়ার একজন বয়স্ক মহিলার সঙ্গে ঘটল। একজনের প্রেমে পড়ে, তিনি শুধু প্রতারিতই হননি, কোটি কোটি টাকা হারিয়েছেন।
আসলে কী ঘটেছে
লাভ স্ক্যামের ফাঁদে পড়েছিলেন মালয়েশিয়ার কুয়ালালামপুরের ৬৭ বছর বয়সী বৃদ্ধা। মালয়েশিয়া সরকারের অপরাধ তদন্ত বিভাগের ডিরেক্টর দাতুক সেরি রামলি মোহাম্মদ ইউসুফ ওই নারীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা জানিয়েছেন। তিনি বললেন, 'এই কেলেঙ্কারীটি শুরু হয় ২০১৭ সালে। স্ক্যামার ফেসবুকে মহিলার সঙ্গে যোগাযোগ করেন। নিজেকে একজন আমেরিকান ব্যবসায়ী হিসাবে পরিচয় দেন। দাবি করেন যে সিঙ্গাপুরে চিকিৎসা সরঞ্জাম কেনেন তিনি।
ডিরেক্টর আরও বলেন, একমাস কথা বলার পর দুজনেই কাছাকাছি আসেন। এর পর প্রতারক ওই নারীকে জানান যে তিনি মালয়েশিয়া যেতে চান, কিন্তু পরিবহন খরচের কারণে তিনি তা করতে পারছেন না। আর্থিক সমস্যায় ভুগছেন তিনি। এর পরে মহিলা তাকে প্রায় ৯৫ হাজার টাকা পাঠান। প্রতিবেদনে বলা হয়েছে, প্রতারক বছরের পর বছর ধরে একই ধরনের কথা বলে মহিলার কাছ থেকে টাকা চাইতে থাকেন। অনেক সময় ব্যক্তিগত সমস্যার কথা বলেন আবার কখনও ব্যবসা সংক্রান্ত সমস্যার নামে টাকা চান। ৬৭ বছর বয়সী মহিলাও তাঁর কথা বিশ্বাস করতে থাকেন এবং টাকা পাঠাতে থাকেন।
বলা হয়েছে, অভিযুক্ত এই টাকা ৫০টি বিভিন্ন অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে। সাত বছরে তিনি ওই নারীর কাছ থেকে পাওয়া টাকা দিয়ে তিন শতাধিক লেনদেন করেছেন। তিনি ওই নারীর কাছ থেকে ২২ লাখ ১০ হাজারের বেশি মালয়েশিয়ান রিঙ্গিত হাতিয়ে নিয়েছেন। ভারতীয় রুপিতে যা হিসাব করলে দাঁড়ায় চার কোটি টাকার বেশি। কিন্তু অভিযুক্ত একবারের জন্যও মহিলার সঙ্গে দেখা করেননি।
পুলিশ জানিয়েছে যে ভুক্তভোগী মহিলা এতটাই প্রেমে মশগুল হয়ে যান যে পরিবার এবং বন্ধুদের কাছ থেকে টাকা ধার নিয়ে অভিযুক্তদের কাছে পাঠিয়ে দিতে থাকেন। তিনি মহিলার কাছ থেকে টাকা নিচ্ছেন, কিন্তু একবারও দেখা করতে আসেননি। আশ্চর্যের বিষয়, ভিকটিম ভিডিয়ো কলেও অভিযুক্তকে দেখতে পাননি। এত বছরে দুজনেই শুধু ভয়েস কলেই কথা বলেছেন। মহিলার অভিযোগ যে যখনই তিনি তাঁর সঙ্গে দেখা করতে বা ভিডিয়ো কল করতে বলেছিলেন, প্রতারক কোনও না কোনও অজুহাত তৈরি করতেন।
কিন্তু সত্যি কখনও চাপা থাকে না। খুব শীঘ্রই প্রকাশ্যে আসে এই প্রতারণা। ওই মহিলা সম্প্রতি তাঁর এক বন্ধুকে অভিযুক্তের কথা জানান। তখন মহিলার বন্ধুই তাঁকে বলেন যে বৃদ্ধা 'প্রেমের কেলেঙ্কারি'র শিকার হয়েছেন।
আরও পড়ুন: (Weight Loss Tips: ওজন কমাতে ৪০ দিনের ডায়েট প্ল্যান গৃহিনীদের জন্য! কী কী কখন খেতে হবে, দেখে নিন লিস্ট)
এমন পরিস্থিতিতে, মানুষকে অনলাইন সম্পর্ক শুরু করার সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ডিরেক্টর রামলি। তিনি বলেন, সম্পর্কের ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না। যদি জিনিসগুলি সত্য বলে মনে না হয়, অথবা কেউ যদি দ্রুত ঘনিষ্ট হতে চায় তাহলে টা অবশ্যই সন্দেহজনক বিষয়। সর্বদা তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলুন, বিশেষ করে যদি তারা শুরুতেই টাকা বা ব্যক্তিগত তথ্য চায়। সাবধান হয়ে যান।