বাংলা নিউজ > টুকিটাকি > LPG Booking Offer: রান্নার গ্যাস বুক করলে লাভ হতে পারে ২৭০০ টাকা! জানেন কী করে

LPG Booking Offer: রান্নার গ্যাস বুক করলে লাভ হতে পারে ২৭০০ টাকা! জানেন কী করে

এলপিজি গ্যাস থেকেই লাভ হতে পারে। (ফাইল ছবি)

রান্নার গ্যাস বুক করেও লাভ হতে পারে ২৭০০ টাকা। জেনে নিন কীভাবে।

জ্বালানির দাম বাড়ছে। রান্নার গ্যাসের দামও বাড়ছে। তবু এর মধ্যেও মধ্যবিত্তের জন্য সুখবর। রান্নার গ্যাস বুক করলে সেখান থেকে অনেক টাকা লাভ হতে পারে। তার জন্য নজর রাখতে হবে কয়েকটি অফারের দিকে।

কীভাবে রান্নার গ্যাসের বুকিং থেকেই ২৭০০ টাকা লাভ করতে পারেন, জানেন কি? এ জন্য গ্যাস বুক করতে হবে Paytm-এর মারফত। 

Paytm 3 Pay 2700 Cashback Offer নামে একটি নতুন স্কিম শুরু করেছে ৷ নতুন ব্যবহারকারীরা এই অফারটি পাবেন ৷ এ জন্য টানা তিন মাস সিলিন্ডার বুক করতে হবে। তালেই মোটা টাকা ক্যাশব্যাক পাওয়া যেতে পারে। এই ক্যাশব্যাক ১০ টাকা থেকে শুরু। সর্বাধিক ৯০০ টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে এই স্কিম থেকে৷ 

তবে শুধু নতুন ইউজাররা নন। পেটিএম-এর বর্তমান গ্রাহকরাও প্রতিটি বুকিং থেকেই পুরস্কার পেতে পারেন এর ফলে। ৫০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পয়েন্ট পাওয়ার সুযোগ রয়েছে তাঁদের জন্য।

কিছু দিন আগেই নতুন এই অফারটি চালু হয়েছে। এখন এই অনলাইন ওয়ালেট মারফতই গ্যাস বুক করা সম্ভব। শুধু তাই নয়, ট্র্যাক করার সুবিধাও থাকছে এতে। সব ক’টি এলপিজি পরিষেবার ক্ষেত্রেই এই অফারটি প্রযোজ্য ৷

গ্রাহকরা যদি সিলিন্ডার বুক করার সময়ে ‘Paytm Now Pay Later’-এর মাধ্যমে বুক করেন, সেক্ষেত্রে গ্যাস বুক করার পরের মাসে টাকা দেওয়ার সুযোগও পেতে পারেন ৷

কীভাবে পাবেন এই সুবিধা? প্রথমে Paytm অ্যাপ ডাউনলোড করতে হবে ৷ এর পরে সিলিন্ডার বুকিং অপশনে যেতে হবে ৷ সেখানে সার্ভিস প্রোভাইডার বাছতে হবে ৷ ইনডেন (Indane), এইচপি (HP) বা ভারত গ্যাস (Bharat Gas) রয়েছে। তার মধ্যে থেকে বেছে নিতে হবে নিজের প্রয়োজনীয় পরিষেবাটি। এর পরে LPG ID বা Customer ID-টি লিখতে হবে ৷ সমস্ত তথ্য দেওয়ার পরে প্রসিড বোতাম টিপলেই কাজটি শেষ হবে।

বন্ধ করুন