পরবর্তী খবর
বাংলা নিউজ > টুকিটাকি > Maha Shivratri 2022: কমতে পারে টাকার অভাব, বাড়তে পারে সুখ, শিবরাত্রিতে এই আচারগুলি পালন করে দেখুন
এ বছরের শিবরাত্রি এসে গিয়েছে। হিন্দু মতে, এটি অত্যন্ত পবিত্র একটি দিন। সব ক্লেদ, সব কষ্ট লাঘব করে সুন্দর জীবনে সৃষ্টির আনন্দে মেতে ওঠার দিন।
আমাদের প্রত্যেকের জীবনেই নানা সমস্যা আছে। সেই সমস্যা সমাধানের উপায় আছে হিন্দুশাস্ত্রে। তার অন্যতম একটি হল এই দিন অর্থাৎ শিবরাত্রিতে কয়েকটি আচার পালন করা। দেখে নেওয়া যাক, সেই আচারগুলি কী কী এবং তার ফলে কী কী উপকার পেতে পারেন।
মহা শিবরাত্রিতে অর্থাৎ ১ মার্চ কী কী নিয়ম মেনে চলবেন:
- সংসার এবং বিবাহজনিত সমস্যা চলছে? জাফরান মেশানো দুধ এদিন শিবলিঙ্গে প্রদান করুন। সমস্যা কমবে।
- অর্থনৈতিক সংকটে ভুগছেন? মহাদেবের নাম জপ করতে করতে মাছেদের আটা বা ময়দার গোলা খাওয়ান। সমস্যা কমবে।
- স্বপ্নপূরণ হোক চান? ২১টি বিল্বপত্রে ‘ওঁ নমঃ শিবায়’ লিখে মহাদেবকে অর্পন করুন। স্বপ্নপূরণ হবে।
- ষাঁড়কে এদিন নিজে হাতে তাজা ঘাস খাওয়ান। তাতে জীবনে আনন্দ আসবে।
- এদিন গরিব মানুষকে ভালো করে খাওয়ান। অভুক্তদের খাবারের ব্যবস্থা করে দিন। তাহলে আপনার নিজের কখনও খাবারের অভাব হবে না। সমস্যাগুলিও কমে যাবে। পূর্বপুরুষের আত্মা শান্তি পাবে।
- ‘ওঁ নমঃ শিবায়’ মন্ত্র বলতে বলতে কালো তিল এবং জল দিয়ে শিবলিঙ্গের পুজো করুন। তাতেও মন শান্ত হবে।
- এদিন সম্ভব হে বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করুন। নিষ্ঠাভরে তার পর থেকে সারা বছর পুজো করুন। আয় বাড়তে পারে তাতে।
- ময়দা দিয়ে ১১টি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করুন। এবার ১১ বার জলাভিষেক করুন। সন্তান আসার সম্ভাবনা বাড়বে।
- ১০১ বার শিবলিঙ্গের জলাভিষেক করুন। তাতে দূরারোগ্য অসুখ সেরে যাওয়ার সম্ভাবনা বাড়বে।
- বার্লি এবং তিল দিয়ে মহাদেবের পুজো দিন। তাতে পাপের প্রায়শ্চিত্য হবে এবং আনন্দের পরিমাণ বাড়বে।