কোটি কোটি দর্শনার্থীর ভিড়ে জমজমাট প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা। ১৪৪ বছর পরে অনুষ্ঠিত এই মেলার সাক্ষী দেখার জন্য প্রতিনিয়ত দর্শনার্থীরা পৌঁছাচ্ছেন। বিপুল সংখ্যক তীর্থযাত্রীর ভিড় এবং নিরাপত্তার উদ্বেগ সৃষ্টি হয়েছে। এমন সময় ট্রেনে ভিড়ও ব্যাপক। তাই ট্রেনে জায়গা না পেয়ে ট্রেনের বাথরুমে বসেই মহাকুম্ভে যাচ্ছিলেন একজন তরুণী। একটি ভিডিয়ো পোস্ট করে সেই পরিস্থিতি তিনি দেখিয়েছেন নেটিজেনদের। অদ্ভুত এই ভিডিয়োতে এমন কিছু ছিল যে নেটিজেনরাও অবাক।
আরও পড়ুন: (Carrot Burfi Recipe: এই সিক্রেট রেসিপির গাজরের বরফি বানিয়ে দেখুন! ভুলে যাবেন হালুয়া খেতে)
কী এমন দেখা গিয়েছে ভিডিয়োতে
দুরন্ত গতিতে এগোচ্ছে ট্রেন। টয়লেটের ভিতরে দাঁড়িয়ে তিন তরুণী। টয়লেটের সিটের উপর দাঁড়িয়ে একজন। ভিডিয়ো করেছেন তিনিই।
ভিডিয়ো করার সময় বলেছেন, 'আরে বন্ধুরা, আমরা কুম্ভ মেলায় যাওয়ার পথে ট্রেনের টয়লেটে রয়েছি।' তরুণীর দাব যে বাইরে মানুষের ভিড় এড়াতে টয়লেটে থাকার এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁর। ভিডিয়ো চলাকালীন তরুণী তাঁর বন্ধুদের সঙ্গে বাইরের যাত্রীদের নিয়ে রসিকতা করার সময় টয়লেটের দরজা খুলতেও ব্যারন করেন। বলা বাহুল্য, ৭০০,০০০ এর বেশি ভিউ পেয়েছে। অনেক লোককে বিরক্তও করেছে। তিন মহিলাকে এমনভাবে টয়লেট ব্যবহার করে ভিতরে ভিডিয়ো করে, আবার ট্রেনের অন্য যাত্রীদের বিরক্ত করতে দেখে হতবাক হয়ে যান তাঁরা।
নেটিজেনদের প্রতিক্রিয়া
এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, 'কিছু মানুষের অন্যদের প্রতি কোন শ্রদ্ধা নেই। এভাবেই কি ভারত এগোবে?' ওই তরুণী যদিও মন্তব্যের প্রতিক্রিয়ায় বুঝিয়ে দিয়েছেন যে তাঁরা সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত হয়ে উঠেছেন। যে মহিলা ভিডিয়োটি করেছেন তিনি মন্তব্যে আরও বলেছেন যে তাঁরা দরজা খোলেননি কারণ তাঁরা টিকিট চেকারের কাছে টিকিট ছাড়া ধরা পড়তে চাননি। যখন অন্য একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন কেন তরুণীরা এমনটা করেছেন, তখন তিনি উত্তর দিয়েছিলেন যে তাঁদের কাছে আর কোনও বিকল্প ছিল না। এমন ভিডিয়ো দেখে অনেকেই ভারতীয় রেলের অ্যাকাউন্ট এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ট্যাগ করে তিন মহিলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।
প্রসঙ্গত, কয়েকদিন পরে, মহিলা প্রয়াগরাজের সঙ্গমে পবিত্র ডুব দেওয়ার একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন। যেখানে তাঁকে তিলক লাগাতেও দেখা গিয়েছে।