বাংলা নিউজ > টুকিটাকি > Mahashivratri Wishes: শিবরাত্রিতে প্রিয়জনদের পাঠিয়ে দিন শুভেচ্ছা, জীবন ভরে থাকুক মহাদেবের আশীর্বাদে
আজ মহাশিবরাত্রি। হিন্দুধর্মের মানুষের জন্য আজকের দিনটি অত্যন্ত পূণ্যের একটি দিন। এদিন উপোস করে ভগবান শিবের পুজো করলে মনোবাঞ্চা পূর্ণ হয় বলে মনে করা হয়। এমন একটি দিনে অনেকেই তাঁদের প্রিয়জনদের থেকে দূরে রয়েছেন। এমন মানুষকে এই দিনে শুভেচ্ছাবার্তা পাঠানোটাও অত্যন্ত দরকারি।
ভগবান মহাদেবের আশীর্বাদ পূর্ণ দিনটিতে সকলকে কেমন বার্তা পাঠাবেন? জেনে নিন এখান থেকে।
- পবিত্র মহাদেবের গৌরব যেন আমাদের নিজস্ব যোগ্যতা মনে করিয়ে দিতে সক্ষম হয় এবং জীবনে সাফল্য লাভ করতে দেবাদিদেবের সাহায্য পাই, এই প্রার্থনাই করি সকলের জন্য। শুভ মহাশিবরাত্রি। দিনটি খুব ভালো কাটুক।
- এই মহাশিবরাত্রির দিনে কামনা করি, মহেশ্বর তোমার সমস্ত দুঃখের নাশ করুন ও সমস্ত বাধা-বিপত্তির অবসান ঘটিয়ে তোমাকে সুখী ও সুস্থ জীবন-যাপনে সাহায্য করুন। জয় শিব শঙ্কর। শুভ মহাশিবরাত্রি।
- শিব তোমাদের রক্ষা করুন এবং সর্বদা তোমাদের পাশে থাকুন। মহাশিবরাত্রির দিনে এমনই কামনা করি। ওম নমঃ শিবায়। শুভ মহাশিবরাত্রি।
- কামনা করি ভগবান শিব ও মাতা পার্বতী তোমার ও তোমার পরিবারের ওপর আশীর্বাদ বর্ষণ করুন। তোমাদের জীবন আও সুন্দর হয়ে উঠুক। তোমরা সকলে আগামী দিনগুলি খুব ভালোভাবে কাটাও। তোমাদের সকলকে মহাশিবরাত্রির শুভেচ্ছা।
- মহাদেবের আশীর্বাদ তোমার জীবন আনন্দ, শান্তি, সুস্বাস্থ্য, ধন-সম্পদ, উন্নতিতে ভরে যাক। মহাশিবরাত্রির শুভেচ্ছা।
- মহাশিবরাত্রির পবিত্র দিনে মহাদেব যেন তোমার সমস্ত ইচ্ছাপূরণ করেন এবং সুখী জীবনের আশীর্বাদ দেন। তুমি এবং তোমার পরিবারের সকলের যেন মঙ্গল হয়। শুভ মহাশিবরাত্রি।
- মহাশিবরাত্রির এই পবিত্র রাতের রহস্যময় সৌন্দর্য উপভোগ কর। কামনা করি তুমি যাতে গৌরীপতির ঐশ্বরিক উপস্থিতি অনুভব করতে পার। তোমাকে ও তোমার পরিবারকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা।
- আসুন আমরা মহাশিবরাত্রির উৎসব পালন করি। এই রাত্রে শিব-পার্বতীর মিলন ঘটেছিল। এটি ধ্বংসের রাত আবার এটিই সৃষ্টির রাতও। এটি দেবাদিদেবের রাত। শুভ মহাশিবরাত্রি। সকলের মঙ্গল হোক।
- ভোলানাথ যেন তোমাকে এবং তোমার পরিবারের সদস্যদের সারা জীবন পথ প্রদর্শন কেরন। তোমাদের কামনা ও যোগ্যতা অনুযায়ী তোমাদের চাহিদা পূরণের আশীর্বাদ বর্ষণ করুক মহাদেব। তোমাদের জন্য রইল মহাশিবরাত্রির শুভেচ্ছা।
- মহাদেব সকলকে সমস্ত বাধা কাটিয়ে ওঠার শক্তি ও ক্ষমতা দিক। আগামী দিনগুলি যেন আরও আরও সুন্দর হয়ে ওঠে। সকলকে মহাশিবরাত্রির শুভেচ্ছা।