হঠাৎ মনটা খাই-খাই করছে। একটু ভালো কিছু খেতে ইচ্ছে করছে। এদিকে আপনি খুব ভালো করেই জানেন পুজোর আগে এখন পকেটের হাল গরের মাঠ। মানে বাইরে থেকে যে কিছু অর্ডার করবেন তা সম্ভব নয়। আর এরকম একটা সময়ে আপনার মনকে আর খেতে চাওয়া পেটকে শান্ত করতে পারে এই কেক। সুইট ক্রেভিং মিটে যাবে এক চামচ খেলেই। আর ঘরে বানিয়ে খাচ্ছেন মানে তা একদম খাঁটি। হাতে ৫ মিনিট থাকলেই বানিয়ে নেওয়া সম্ভব চকোলেট মগ কেক।
আরও পড়ুন: নারকেলের দুধ দিয়ে তুলতুলে মটন, এভাবে রান্না করলে পুজো একেবারে জমে যাবে
চকোলেট মগ কেকের রেসিপি:-
কী কী লাগবে
কফি মগ, কোকো পাউডার (৪ টেবিল চামচ), ময়দা (১/৪ কাপ), চকোলেট স্প্রেড (২ টেবিল চামচ), ক্যাস্টর সুগার (২ টেবিল চামচ), বেকিং পাউডার (১/৪ চা চামচ), দুধ (১/৪ কাপ), ভেজিটেবল অয়েল (২ চা চামট), চকো চিপস (গার্নিশের জন্য)
কীভাবে বানাবেন
একটা বাটিটে কোকো পাউডার, ময়দা, চকোলেট স্প্রেড আর কাস্টর সুগার নিন। এবার তাতে বেকিং পাউডার, দুধ, ভেজিটেবল অয়েল দিয়ে মেশান। তারপর কফি মগের গায়ে সামান্য সাদা তেল ব্রাশে করে লাগিয়ে নিয়ে কেকের ব্যাটার ঢেলে দিন। উপর থেকে চকো চিপস ছড়িয়ে দিন। ৬০ সেকেন্ড মাইক্রওয়েভ করুন। এবার খেয়ে নিন একেবারে গরম গরম।
নোটস
প্রস্তুতিতে লাগবে: 3-4 মিনিট,
বানাতে লাগবে: ১ মিনিট
খেতে পারবে: ২ জন