আপনার বানানো পনির পরোটা সুস্বাদু হয় না! দেখুন তো এই ভুলগুলো করেন কি না?
1 মিনিটে পড়ুন . Updated: 31 Dec 2021, 12:09 PM IST- এবার থেকে যে কোনও দোকানের থেকে ভালো পনিরের পরোটা তৈরি করবেন আপনি!
শীতের সকালে পুর ভরা পরোটা খেতে পছন্দ করেন অনেকেই। আর সেই তালিকায় থাকে পনির, আলু, মুলো বা বাঁধাকপির পরোটা। তবে, অনেক মহিলারাই অভিযোগ করেন তাঁদের হাতে তৈরি পুর ভরা পরোটা খেতে অতটাও ভালো হয় না! কখনও মশলার স্বাদ থাকে ফিকে, তো কখনও আবার মশলা পরোটার একদিকে চলে গিয়ে ডেলা বাঁধে। তবে, এই টিপসগুলো মেনে চললে আপনি খুব সহজেই বাড়িতে স্টাফড পরোটা তৈরি করে নিতে পারবেন। আসুন দেখে নেওয়া যাক পনিরের পরোটা করার সহজ টিপস--
কীভাবে পনিরের পুর তৈরি করবেন-
কড়াইতে তেল গরম করে আদা কুচি ভেজে নিন। তারপর তাতে গ্রেট করা পনির দিন এবং পাঁচ মিনিটের জন্য ভেজে নিন। এক চিমটে নুন ছিটিয়ে মিশিয়ে কয়েক মিনিট রান্না করুন। পরে কিছু শুকনো মশলা যেমন ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো, গরম মশলা, আমচুড় পাউডার দিয়ে ভালো করে মেশান। মিশ্রণটি শুকিয়ে ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন।
পরোটার মধ্যে পনিরের মিশ্রণ ভরার সময় খেয়াল রাখুন-