প্রস্রাবে সামান্য সংক্রমণ থেকে মারণরোগের ঝুঁকি বাড়তে পারে। তাই কয়েকটি অস্বাভাবিক রক্ষণ দেখলে আগে থেকেই সতর্ক হওয়া জরুরি। একনছরে দেখে নেওয়া যাক, কখন সতর্ক না হলেই নয়।
1/5প্রস্রাবে সামান্য সংক্রমণ থেকে মারণরোগের ঝুঁকি বাড়তে পারে। তাই কয়েকটি অস্বাভাবিক রক্ষণ দেখলে আগে থেকেই সতর্ক হওয়া জরুরি। একনছরে দেখে নেওয়া যাক, কখন সতর্ক না হলেই নয়।
2/5মূত্রনালির যেকোনও স্থানে সংক্রমণ হলেই তাকে প্রস্রাবে সংক্রমণ বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলে। পুরুষদের প্রস্রাবে সাধারণত সংক্রমণ কম হয়।তবে একবার হলে তা বড়পড় বিপদের আকার ধারণ করতে পারে।
3/5সংক্রমণ হলে প্রস্রাবের হার বেড়ে যায়। প্রস্রাবের সময় বা প্রস্রাবের পরে মূত্রনলিতে ভীষণ জ্বালাপোড়া হয়। এছাড়াও প্রস্রাবের রং হালকা হলুদ বর্ণ না হয়ে লালচে বা অস্বাভাবিক হতে পারে।
4/5সংক্রমণের আরেকটি বড় লক্ষণ হল প্রস্রাবে প্রচন্ড দুর্গন্ধ। এছাড়াও সংক্রমণের মাত্রা বেশি হলে দুর্গন্ধের পাশাপাশি বমি ও তলপেটে ব্যথা হতে পারে।
5/5প্রস্রাবে সংক্রমণের সমস্যাকে এড়িয়ে গেলে তা বড় আকার নিতে পারে। বিশেষজ্ঞদের কথায়, এই সংক্রমণ একবার রক্তের মধ্যে ছড়িয়ে গেলে বড়সড় বিপদ ডেকে আনতে পারে। তখন মারণরোগ হওয়ার আশঙ্কাও তৈরি হয়।