ম্যামোগ্ৰাম পরীক্ষা ক্যানসারের একটি বিশেষ পরীক্ষা। মহিলাদের জন্যই এই পরীক্ষা চালু রয়েছে। তবে কখন কোন বয়স থেকে এই পরীক্ষা করানো জরুরি জানেন কি?
1/5ম্যামোগ্ৰাম পরীক্ষা ক্যানসারের একটি বিশেষ পরীক্ষা। মহিলাদের জন্যই এই পরীক্ষা চালু রয়েছে। তবে কখন কোন বয়স থেকে এই পরীক্ষা করানো জরুরি জানেন না অনেকেই। রইল তার বিস্তারিত হদিশ। (Freepik)
2/5বর্তমানে বিশ্ব জুড়ে ক্যানসারের হার বাড়ছে দ্রুত হারে। প্রতি বছর এক বড় সংখ্যক মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছেন। বিভিন্ন ক্যানসারের মধ্যে যে ক্যানসারগুলি শীর্ষতালিকায় তার মধ্যে রয়েছে স্তন ক্যানসার। (Freepik)
3/5মহিলাদের ক্যানসারের মধ্যে স্তন ক্যানসার দ্রুত হারে বাড়ছে। এমনটাই বলছে পরিসংখ্যান। এই ক্যানসার প্রতিরোধেই আগে থেকে বিশেষ পরীক্ষা নিরীক্ষার মধ্যে থাকা উচিত। চিকিৎসকদের কথায়, নিয়মিত ডাক্তারি পরীক্ষা করালে ক্যানসার একেবারে প্রাথমিক স্তরেই ধরা পড়ে। (Freepik)
4/5স্তন ক্যানসারের এই পরীক্ষাটিরই নাম ম্যামোগ্ৰাম। নিয়মিত এই পরীক্ষা করানো এখন জরুরি বলে মনে করছেন চিকিৎসকরা। বয়স ৪০এর কোঠা পেরোলে এই পরীক্ষা নিয়মিত করানো উচিত বলেই পরামর্শ দিচ্ছেন তাবড় তাবড় বিজ্ঞানীরা। (Freepik)
5/5তবে অনেকের মতে, ৪০ নয়, তার অনেক আগে থেকেই স্তন ক্যানসারের নিয়মিত পরীক্ষা করানো উচিত। বয়স বেশি হলেই যে শুধু ক্যানসার হয় তা নয়। অনেক কমবয়সিদের মধ্যেও দ্রুত হারে এই রোগ ছড়াচ্ছে। (Freepik)