বাংলা নিউজ > টুকিটাকি > 1,140 Claps in a Minute: এত তালি মারা সম্ভব! মিনিটে কতগুলি তালি মেরে বিশ্বরেকর্ড করলেন যুবক, দেখুন Video

1,140 Claps in a Minute: এত তালি মারা সম্ভব! মিনিটে কতগুলি তালি মেরে বিশ্বরেকর্ড করলেন যুবক, দেখুন Video

তালি মারার বিশ্বরেকর্ড। 

Guinness World Record of Slaps: এত বারও তালি মারা সম্ভব! দেখে নিন সেই ভিডিয়ো। 

এক মিনিটে আপনি কতগুলি তালি দিতে পারবেন? ১০০টা? ২০০টা? ৩০০টা? সব মিলিয়ে যদি মিনিটে ৩০০টি তালি দিতে হয়, তাহলেও প্রতি সেকেন্ডে গড়ে পাঁচটি তালি। দিতে পারবেন কি? হয়তো পারবেন? কিন্তু তা বলে গড়ে সেকেন্ডে ১৯টি! এতগুলি তালিও মারা সম্ভব নাকি? সেটিই করে দেখালেন আমেরিকার যুবক।

আমেরিকার ২০ বছরের যুবক ডালটন মেয়ের সম্প্রতি এই কাজটিই করে দেখিয়েছেন। প্রতি সেকেন্ডে গড়ে ১৯টি তালি দিয়েছেন তিনি। মিনিটে মোট তালির সংখ্যা ১১৪০। আর এই সংখ্যক তালি মেরে তিনি পূরবর্তী রেকর্ডটি ভেঙে দিয়েছেন। সেটি ছিল ১১০৩টির। সেটি ছিল এলি বিশপের।

এলি বিশপের বক্তব্য, দ্রুত তালি দেওয়ার বিষয়টি তাঁর ছোটবেলা থেকেই পছন্দ। সেই কারণেই নিজেকে প্রস্তুত করেছিলেন তিনি।

তাঁর এই তালি দেওয়ার বিষয়টির ভিডিয়ো রেকর্ডিংও হয়েছে। সেটি স্বাভাবিক গতির পাশাপাশি স্লো মোশনেও চালিয়েও হিসাব করে দেখা গিয়েছে, মিনিটে ১১৪০টি তালি দিয়েছেন তিনি। এই ভিডিয়োটি রেকর্ড করার জন্য একটি অডিয়ো কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা প্রতিটি তালির আওয়াজ যাতে স্পষ্টভাবে আসে, তার ব্যবস্থা গ্রহণ করেছিল। দেখে নিন সেই ভিডিয়ো।

তবে এটিই প্রথম বার নয়। এর আগেও চলতি বছরের গোড়ায় একবার বিশ্বরেকর্ড ভাঙার চেষ্টা করেন ডালটন। সেবার সফল হননি। তার পরে মার্চ মাসে এই ভিডিয়োটি তিনি রেকর্ড করেন। সেটির শংসাপত্রের জন্য পাঠান। কিন্তু উত্তর আসতে দেরি হয়। হালে হ্যালোইন উৎসবের পরেই তাঁর কাছে এই বিশ্বরেকর্ডের শংসাপত্রটি এল। স্বাভাবিকভাবেই এই ঘটনায় যারপরনাই খুশি তিনি। জানিয়েছেন সে কথা।

বন্ধ করুন