বাংলা নিউজ > টুকিটাকি > Man lives 74 days underwater: ৭৮ দিন জলের তলায়, এখন আর ডাঙায় ফিরতেও চান না! কোন আনন্দ পেলেন সেখানে

Man lives 74 days underwater: ৭৮ দিন জলের তলায়, এখন আর ডাঙায় ফিরতেও চান না! কোন আনন্দ পেলেন সেখানে

৭৮ দিন পেরোলেও জলতল থেকে ফিরতে নারাজ (AP)

জলের তলায় গিয়েছিলেন গবেষণার কাজে। কিন্তু সেই কাজের নেশায় থেকেই গেলেন জলের তলায়। আর ওঠারই নাম নেই। আর সেই করতে করতে ভেঙে ফেললেন জলের তলায় থাকার বিশ্বসেরা রেকর্ডটিও।

জলের তলায় গিয়েছিলেন গবেষণার কাজে। কিন্তু সেই কাজের নেশায় থেকেই গেলেন জলের তলায়। আর ওঠারই নাম নেই। আর সেই করতে করতে ভেঙে ফেললেন জলের তলায় থাকার বিশ্বসেরা রেকর্ডটিও। গড়ে দিলেন নয়া রেকর্ড। কিন্তু রেকর্ড গড়তে তো আর জলের তলায় যাননি আমেরিকার ডক্টর জোসেফ দিতুরি। তাই আর ফেরার কথা ভাবছেন না তিনি। আপাতত, আমেরিকার ফ্লোরিডায় একটি ৩০ ফুট গভীর হ্রদের নিচেই রয়েছেন জোসেফ। জলের নিচে বাস করতে করতে কেটে গিয়েছে ৭৪ দিন। নামও উঠে গিয়েছে গিনিস বুকের পাতায়। স্কুবা ডাইভিংয়ের জন্য বিখ্যাত ফ্লোরিডা কিস লজে রয়েছেন তিনি। জলের তলায় প্রবল চাপের মধ্যে সবচেয়ে বেশি দিন রয়েছেন এমন মানুষ হিসেবে নজির গড়েছেন এই বিজ্ঞানী।

আরও পড়ুন: চাঁদের এত স্পষ্ট ছবি আগে কখনও দেখেনি গোটা পৃথিবী! সমাজ মাধ্যমে ভাইরাল পোস্ট

আরও পড়ুন: ত্বকের বলিরেখা থেকে কালো ছোপ, সব ভ্যানিশ হয় একটি বাদামের গুণে! নামটা জানেন কি

কি লার্গোর হ্রদের নিচে জুল’স আন্ডারসি লজের মধ্যেই রয়েছেন ডক্টর জোসেফ দিতুরি। আপাতত, তাঁর সেখান থেকে ফেরার কোনও পরিকল্পনাও নেই বলে জানিয়েছেন জোসেফ। তার পরিকল্পনা এই ৭৪ দিন থেকে ১০০ দিনের কোঠা পার করবেন তিনি। এই রেকর্ড করতে চাওয়ার পিছনে কারণও রয়েছে। জোসেফের কথায়, ১০০ দিনের রেকর্ড গড়তে পারলে তা কারওর ভাঙা বেশ কঠিন হবে। সেই উদ্দেশ্যেই জলে ডুব দিয়েছেন তিনি। বলা ভালো, সেই উদ্দেশ্যেই আপাতত জলের উপর উঠে আসার নাম করছেন না জোসেফ। নিজের এই সাহসী কাজকে একটি বিশেষ প্রকল্প বলে অ্যাখ্যা দিয়েছেন তিনি। তিনি এই বিশেষ প্রকল্পের নাম রেখেছেন প্রোজেক্ট নেপচুন ১০০।

জলের তলায় টিকে থাকতে কেমন খাবার খাচ্ছেন জোসেফ। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, প্রোটিনে ভরপুর খাবার দিয়েই নিজের ডায়েট সাজিয়েছেন এই বিজ্ঞানী। এই ধরনের ডায়েটের জন্য নিজের খাবারে ডিম থেকে স্যালমন মাছের নানা পদ রেখেছেন জোসেফ। তাঁরা খাবারদাবারের একটি ভিডিয়োও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। এছাড়া রোজকার কাজকর্মের মধ্যে নিয়মিত ব্যায়ামও করছেন তিনি। পাশাপাশি এক ঘন্টা ঘুমিয়ে নিতেও ভুলছেন বিজ্ঞানী জোসেফ। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup 

বন্ধ করুন