মহালয়া মানেই শুরু হয়ে গেল দুর্গাপুজো। ইতিমধ্যেই সেজে উঠেছে ‘সিটি অফ জয়’ কলকাতা। আর এই সাজের চাক্ষুষ দর্শন করতে আছেন প্যারিস অলিম্পিক মেডেল জয়ী মনু ভাকের। কিন্তু কাদের অনুরোধে আসছেন তিনি? কোথায় দেখা যাবে এই ক্রীড়াবিদকে?
২০২৪ প্যারিস অলিম্পিক্সে জোড়া পদ জিতেছেন মনু। দুর্দান্ত পারফর্ম করে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্যক্তিগত দক্ষতায় ব্রোঞ্জ জেতার পাশাপাশি তিনি ১০ মিটার এয়ার পিস্তলের দলগত ইভেন্টে ব্রোঞ্জ জেতেন তিনি। দলগত ইভেন্টে মনুর সঙ্গ দিয়েছিলেন সবরজ্যোত সিং।
(আরও পড়ুন: পুজোর ছুটিতে সাত ঝর্নার রাজ্যে যাবেন নাকি? মেঘালয় নয়, কম খরচে ঘুরে আসুন কেওনঝড়)
আগামী ৫ অক্টোবর অর্থাৎ শনিবার দুপুরে কলকাতায় আসছেন মনু। দমকল মন্ত্রী সুজিত বসুর বিখ্যাত পুজো শ্রীভূমিতে ঠাকুর দেখতে আসতে চলেছেন তিনি। বিমানবন্দর থেকে সরাসরি পুজো মন্ডপে চলে আসবেন এই ক্রীড়াবিদ। তবে শুধু দেবী দর্শন নয়, শ্রীভূমির মহিলা ফুটবল দলের ফুটবলারদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের উৎসাহও দেবেন পদকজয়ী এই ক্রীড়াবিদ।
এই অনুষ্ঠানের উদ্যোক্তা ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত। অনুষ্ঠান প্রসঙ্গে তিনি জানান, এবারে ‘তাহাদের কথা’ অনুষ্ঠানে নারী ক্ষমতায়নের বিষয়টি বেশি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সমাজের সমস্ত বাধা অতিক্রম করে যারা নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছেন, তাদের সংবর্ধনা দেবেন মনু।
(আরও পড়ুন: মহালয়ার দিন কি মহিলারা তর্পণ করতে পারেন? শাস্ত্রে কী বলা আছে)
বলাই বাহুল্য, শতদ্রু দত্তের আমন্ত্রণেই আসতে চলেছেন মনু। শতদ্রু অনুষ্ঠানের পর মনু উপস্থিত হবেন বারুইপুরের পদ্মপুকুরের স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের পুজো মণ্ডপে। সেখান থেকেই রাতে বিমানবন্দরে ফিরে যাবেন এবং কলকাতা ছাড়বেন ক্রীড়াবিদ।
প্রসঙ্গত, এর আগেও একাধিক ক্রীড়াবিদ কলকাতা এসেছিলেন শতদ্রু দত্তের উদ্যোগেই। নিরোজ চোপড়া, মারাদোনা, ভালদেরামা, মেসি, রোনাল্ডো সহ ক্রীড়া জগতের নামিদামি তারকারা কলকাতায় এসেছিলেন। এবার দেবী আরাধনায় কলকাতায় নিয়ে আসা হচ্ছে অলিম্পিক জয়ী এক নারীকে।