১। একজন লোক রেডিয়োর একটি অনুষ্ঠানে ফোন করে আরজে-কে বলল, ‘আমি একটি মানিব্যাগ পেয়েছি, তাতে পঞ্চাশ হাজার টাকা ছিল এবং একটি কার্ড ছিল, তাতে লেখা শ্যামসুন্দর বটব্যাল, শ্যামবাজার, কলকাতা।’
আরজে বলল, ‘তো, আমরা কীভাবে সাহায্য করতে পারি?’
‘আমি ওঁকে একটি কৃতজ্ঞতাস্বরূপ গান ডেডিকেট করতে চাইছি।’ লোকটি বলল।
(আরও পড়ুন: গরম তো কমছে! এবার একটু হাসুন, পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, আর মনটা রাখুন ফুরফুরে)
২। দাড়ি কামানো শেষে শ্যামলবাবু বললেন, ‘আমাকে এক গ্লাস জল দিন তো।’
নাপিত বললেন, ‘খুব পিপাসা পেয়েছে বুঝি?’
শ্যামলবাবু: না। মুখে জল নিয়ে দেখব, গালে কোথাও ফুটো হয়ে গেল কি না!
(আরও পড়ুন: আকাশ মেঘলা, কিন্তু মন থাকুক ঝলমলে! পড়ে নিন, দিনের সেরা ৫ জোকস, জমে যাক দিনটি)
৩। বাড়ি ফিরেই এক লোক দেখতে পেল তার স্ত্রীর হাতে, মাথায় ব্যান্ডেজ। সে ছুটে তার কাছে গিয়ে কী হয়েছে জানতে চাইল। ‘গাড়ি অ্যাক্সিডেন্ট করেছি … সকালে ঘরের কিছু কেনাকাটা করতে বেরোচ্ছিলাম …’
স্ত্রীকে থামিয়ে দিয়ে স্বামী উত্তেজিত হয়ে বলল- ‘এত বিস্তারিত বলার প্রয়েজন নেই, এখন কী অবস্থা বলো।’
স্বামীকে তার ব্যাপারে এত চিন্তিত হতে দেখে খুশি হয়ে স্ত্রী বললস ‘আরে এত দুশ্চিন্তার কিছু নেই, মাথায় দুটো সেলাই পড়েছে আর কবজি সামান্য একটু মচকে গিয়েছে। অবশ্য ডাক্তার বলেছে …’।
এবার স্বামী আগের চেয়েও জোরে চিৎকার করে উঠল, ‘আরে তোমার কথা কে জিজ্ঞেস করল? গাড়ির কী অবস্থা সেটা বলো।’
(আরও পড়ুন: উইকেন্ড তো শুরু, এবার মেজাজ বানান ফুরফুরে, মেঘলা দিনে পড়ুন সেরা ৫ জোকস)
৪। এক আম্পায়ারের কাণ্ড-কীর্তি মোটেই পছন্দ হচ্ছিল না দর্শকদের। পুরো গ্যালারি থেকেই দুয়োধ্বনি ভেসে আসছিল, ‘এই ব্যাটা আম্পায়ার… ভুয়া… বের হ… আহা, নিশ্চিত আউটটা দিল না…।’
একপর্যায়ে মাঠ থেকে বেরিয়ে গ্যালারিতে গিয়ে বসলেন আম্পায়ার। পাশ থেকে এক দর্শক বললেন, ‘কী ব্যাপার, আপনিও দর্শক হয়ে গেলেন নাকি?’
আম্পায়ার: না মানে… আপনাদের চিৎকার-চেঁচামেচি শুনে মনে হলো, এখান থেকেই বোধ হয় খেলাটা ভালো দেখা যায়!
(আরও পড়ুন: হাসতে হাসতে কাটিয়ে ফেলুন সব চাপ! সকাল সকাল পড়ুন দিনের সেরা ৫ জোকস, থাকুন মজায়)
৫। নতুন বউয়ের রান্না করা খিচুড়ি মুখে দিয়েই মুখ কুঁচকালেন স্বামী। বললেন, ‘কী খিচুড়ি রেঁধেছ? একদম গোবরের মতো স্বাদ।’
বউ বললেন, ‘হায়! এই লোক না জানি আর কী কী খেয়ে দেখেছে!’