প্রেম যে আকাশে বাতাসে থাকে, তা আরও একবার প্রমাণ হয়ে গেল ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিয়ো থেকে। ইন্টারনেটে আপনি প্রায়শই দেখে থাকবেন প্রেমের প্রস্তাবের একাধিক ভিডিয়ো, কিন্তু মাঝ আকাশে প্রেমিককে সিনেমার স্টাইলে বিয়ের প্রস্তাব দেওয়ার ভিডিয়ো হয়তো এর আগে আপনি কখনও দেখেননি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, হরিয়ানার পঞ্চকুলার বাসিন্দা ২৬ বছর বয়সী ঐশ্বর্য বানসাল ইন্দিগো ফ্লাইটে ট্রাভেল করছেন বয়ফ্রেন্ডের সঙ্গে। চন্ডিগড় থেকে গোয়া যাওয়ার ইন্দিগো ফ্লাইটে যে চমকপ্রদ কিছু হতে চলেছে, তা ঐশ্বর্যের কথা থেকেই বুঝতে পেরেছিলেন নেটিজেনরা।
(আরও পড়ুন: মুখে রুচি নেই? ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছে? মাত্র ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মশলা পটল পনির, রইল পদ্ধতি)
ভিডিয়োর পরবর্তী অংশে দেখা যাচ্ছে, ঐশ্বর্য ফ্লাইটের করিডোরে হাঁটছেন এবং জনৈক ব্যক্তি গোটা ব্যাপারটি ভিডিয়ো করছেন। এরপরেই দেখা যায়, ঐশ্বর্য তাঁর মনের মানুষের সামনে হাঁটু গেড়ে বসে বলছেন, উইল ইউ ম্যারি মি? ঐশ্বর্যের এই কথা বলার সঙ্গে সঙ্গে ফ্লাইটে বসে থাকা চারজন ব্যক্তি প্ল্যাকার্ড তুলে ধরেন হাতে, যেখানে লেখা ছিল, will you marry me?
এত বিশাল আয়োজন দেখে স্বাভাবিকভাবেই অবাক হয়ে যান ঐশ্বর্যের বন্ধু অমূল্য গোয়েল। ঐশ্বর্যের প্রপোজ করার সঙ্গে সঙ্গে অমূল্য হ্যাঁ বলেন এবং উপস্থিত যাত্রীরা করতালিতে গোটা ঘটনাটি উপভোগ করেন। অমূল্যের হ্যাঁ বলার সঙ্গে সঙ্গে ঐশ্বর্য তাঁকে আংটি পরিয়ে দেন এবং একে অপরকে চুম্বনের মাধ্যমে তাঁরা শুরু করেন তাঁদের জীবনের নতুন সূচনা।
ভিডিয়োর শেষ পর্বে দেখা যাচ্ছে, একটি নতুন সূচনা হওয়ার পর কেক খেয়ে মিষ্টি মুখ করছেন ঐশ্বর্য এবং অমূল্য। শুধু তাই নয়, ফ্লাইটের যে ক্রু মেম্বাররা গোটা ব্যাপারটিতে ঐশ্বর্যকে সাহায্য করেছিলেন, তাঁদের সঙ্গেও ছবি তোলেন ঐশ্বর্য এবং অমূল্য।
(আরও পড়ুন: মালাইকার মতো স্লিম অ্যান্ড ফিট থাকতে চান? নিয়মিত করুন এই ব্যায়াম, জেনে নিন উপকারিতাও)
এই অসাধারণ অভিজ্ঞতা সম্পর্কে কথা বলতে গিয়ে ঐশ্বর্য বলেন, ‘গোটা ঘটনাটি সম্পর্কে অমূল্য কিছুই জানতো না। আমি যখন ওকে প্রপোজ করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তখন ও ঘুমোচ্ছিল। মাটি থেকে ৩০ হাজার ফুট ওপরে এই অসাধারণ মুহূর্তটি তৈরি করতে যারা সাহায্য করেছেন, তাঁদের আন্তরিক ধন্যবাদ। আমি শুধু এই মুহূর্তটিকে স্মরণীয় করে তুলতে চেয়েছিলাম, যা অবশেষে সফল হয়েছে। এটি সারা জীবনের জন্য একটি স্মৃতি হয়ে থাকল আমাদের দুজনের কাছে।’