বাংলা নিউজ > টুকিটাকি > Matrimonial site advertisement: সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার 'পাত্র' অপছন্দ! ম্যাট্রিমোনিয়াল সাইটের এই বিজ্ঞাপন ভাইরাল

Matrimonial site advertisement: সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার 'পাত্র' অপছন্দ! ম্যাট্রিমোনিয়াল সাইটের এই বিজ্ঞাপন ভাইরাল

সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার 'পাত্র' অপছন্দ!

ওই বিজ্ঞাপনে লেখা রয়েছে, সুন্দরী শিক্ষিতা পাত্রীর জন্য কোনও ব্যবসায়ী, চিকিৎসক, কিম্বা আইএএস বা আইপিএস অফিসার কাম্য। তবে বিজ্ঞানের শেষ লাইনে স্পষ্ট করে লেখা রয়েছে যে, ‘সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার’ একেবারেই চলবে না।

বিয়ে লাখ কথার পর স্থির হয়। এমনই মত প্রচলিত। তবে, বিয়ের কথা শুরুর আগে, জীবনসঙ্গী বাছাই করা নিয়ে অনেকের মনেই নানান ধরনের ইচ্ছা থাকে। এই ইচ্ছাগুলি প্রকাশিত হয় বিভিন্ন ম্যাট্রিমোনিয়াল বিজ্ঞাপনে। এমনই এক ম্যাট্রিমোনিয়াল বিজ্ঞাপন কার্যত ভাইরাল হয়েছে। সেখানে এক সুন্দরী পাত্রীর জন্য পছন্দের পাত্র পেতে একটি এমন বিজ্ঞাপন দেওয়া হয়েছে, যা ভাইরাল হয়ে গিয়েছে নেট মাধ্যমে।

ওই বিজ্ঞাপনে লেখা রয়েছে, সুন্দরী শিক্ষিতা পাত্রীর জন্য কোনও ব্যবসায়ী, চিকিৎসক, কিম্বা আইএএস বা আইপিএস অফিসার কাম্য। তবে বিজ্ঞানের শেষ লাইনে স্পষ্ট করে লেখা রয়েছে যে, ‘সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার’ একেবারেই চলবে না। এই বক্তব্যটি তুলে ধরেই জনৈক নেটনাগরিক সোশ্যাল মিডিয়ায় মজা করে লিখেছেন, ‘ আইটি কর্মীদের ভবিষ্যৎ খুব একটা ভালো যাচ্ছে বলে মনে হয় না।’

উল্লেখ্য, ওই বিজ্ঞাপনে লেখা রয়েছে, সফ্টওয়্যার কর্মী এমন পাত্ররা যেন ফোন না করেন। প্রসঙ্গত, এই নিয়ে বহু নেটিজেনই প্রশ্ন তুলেছেন যে, সফ্টওয়্যার কর্মীদের নিয়ে কোম সমস্যা রয়েছে ওই পাত্রীর পরিবারের? আর কেনইবা এমন ইঞ্জিনিয়ারকে পাত্র হিসাবে পছন্দ নয় ওই পাত্রীর? রাজু শ্রীবাস্তবের পোস্টমর্টেম সম্পন্ন হয়েছে এক অভিনব পদ্ধতিতে, কী বলছেন চিকিৎসক

উল্লেখ্য, ম্যাট্রিমোনিয়াল সাইটগুলিতে বিভিন্ন সময়ে নানান অদ্ভূত ধরনের বিজ্ঞাপন দেখা যায়। সেখানে কখনও সুন্দরী শিক্ষিতা পাত্রীর সঙ্গে তাঁর চাকরির বিষয়টি নিয়ে পাত্রের পরিবারের বহু দাবি দাওয়া থাকে। আবার পাল্টা পাত্রীর পরিবারের তরফেও ইচ্ছা অনিচ্ছা নিয়ে বহু দাবি থাকে। অনেক সময়ই পরিবারের পছন্দও এই মেট্রিমোনিয়াল সাইটে ছাপিয়ে যায় পাত্র বা পাত্রীর নিজস্ব পছন্দ অপছন্দকে। সেই নিরিখে এমন বহু বিজ্ঞাপন রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। সেই সমস্ত বিজ্ঞাপনের মধ্যে এই বিজ্ঞাপনটিও জায়গা করে নিয়েছে।

 

 

 

 

 

বন্ধ করুন