Meerut Dog Murder: নৃশংস বললেও যেন কম বলা হয়। পথকুকুরদের ডাকে রাতে ঘুমোতে অসুবিধা হচ্ছিল। শুধুমাত্র এই কারণে তিন দিনের সদ্যোজাত কুকুরদের পুড়িয়ে মারা হল মীরাটে। স্থানীয়দের অভিযোগ, এলাকার দুই মহিলা মিলে এই কাজ করেছেন। ঘটনাচক্রে তাদের একজন ভারতীয় সেনার স্ত্রী। অন্যজন সিআইএসএফ সেনার স্ত্রী। স্থানীয়রাই তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করতে যান। প্রথমে পুলিশ এফআইআর করতে চায়নি বলে অভিযোগ। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতারও করা হয়নি (Meerut Puppies Murder)।
এফআইআর নিতে চায়নি পুলিশ
ঘটনাটি জানাজানি হয় বৃহস্পতিবার সকালে। মীরাটের কঙ্করখেরা থানার অন্তর্গত শান্তানগর কলোনিতে। শুক্রবার এই ঘটনায় ওই দুই মহিলার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। তবে প্রথমে এফআইআর নিতে চায়নি পুলিশ। পরে স্বেচ্ছাসেবী সংস্থা অ্যানিমাল কেয়ার সোসাইটির তরফে বিক্ষোভ দেখানো হলে এফআইআর রুজু হয়।
আরও পড়ুন - ‘বিরিয়ানিতে দেবে বলে নিয়ে যাচ্ছে…’ মাঝরাতে মালদায় কুকুর হাতে আটক ব্যক্তি
গায়ে পেট্রোল ঢেলে আগুন…
অ্যানিমাল কেয়ার সোসাইটির সেক্রেটারি অংশুমালি বশিষ্ঠ সংবাদমাধ্যমকে বলেন, শোভা ও আরতি নামের ওই দুই মহিলা পাঁচটি সদ্যোজাত কুকুরকে পুড়িয়ে মেরেছেন। রাতে তাদের চিৎকারে ঘুমের ব্যাঘাত হত বলেই নাকি এইভাবে প্রতিশোধ নেওয়া হয়েছে। কুকুরগুলি মাত্র ৩ দিন হল জন্ম নিয়েছে। এখনও পর্যন্ত তাদের ঠিকমতো চোখ ফোটেনি। তার আগেই তাদের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনাটি স্থানীয়দের নজরে আসতেই চেপে ধরা হয় ওই মহিলাকে। কিন্তু তারা নির্বিকার। পুলিশে খবর দিলেও প্রাথমিকভাবে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ।
আরও পড়ুন - গলায় দড়ি বেঁধে বাইকের পিছনে দৌড়, থামলেই মার! মৃত পোষ্যের ভিডিয়ো দেখে কান্না ধরে রাখতে পারছেন না মালিকরা
স্থানীয়দের চাপে পড়ে ব্যবস্থা
এরপরেই অ্যানিমাল কেয়ার সোসাইটির তরফে গোটা ঘটনাটিকে এসএসপি তাডার নজরে আনা হয়। তিনি সঙ্গে সঙ্গে তদন্তের নির্দেশ দেন। এর পর থানায় পৌঁছায় ওই স্বেচ্ছাসেবী সংস্থাটি। সেখানে গিয়ে দেখা যায়, তখনও কোনও অভিযোগ দায়ের হয়নি দুই মহিলার বিরুদ্ধে। সংস্থার চাপেই একটি এফআইআর দায়ের করে পুলিশ।
গোটা ঘটনায় গ্রেফতার শূন্য
এই প্রসঙ্গে এসএসপি তাডা সংবাদমাধ্যমকে বলেন, ঘটনাটি জানতে পারার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটলেও স্থানীয়রা জানতে পারে বৃহস্পতিবার সকালে। ভারতীয় ন্যায় সংহিতার ৩২৫ নম্বর ধারায় এফআইআর রুজু করা হয়েছে ওই দুই মহিলার বিরুদ্ধে। এখন তদন্ত চলছে বলে জানান তিনি। কিন্তু কাউকেই এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি।