বাংলা নিউজ > টুকিটাকি > Eid 2021: কেমন মেহেন্দিতে সাজ হবে পূর্ণ? মেহেন্দির ডিজাইন বেছে নিন এখান থেকে

Eid 2021: কেমন মেহেন্দিতে সাজ হবে পূর্ণ? মেহেন্দির ডিজাইন বেছে নিন এখান থেকে

মেহেন্দির গন্ধ নাকে আসতেই মন মেতে ওঠে ইদের আনন্দে। (ছবি সৌজন্য, ইনস্টাগ্রাম _theadornmag_)

মেহেন্দির গন্ধ নাকে আসতেই মন মেতে ওঠে ইদের আনন্দে।

রাত পোহালেই ইদ। চারিদিকে এখন সাজ সাজ রব। পবিত্র রমজান মাসের পর শুরু হয় শাওয়াল মাস। এই মাসেরই প্রথম দিনে পালিত হয় ইদ। রোজার সমাপ্তি ঘোষণা করে ইদ-উল-ফিতর। আগে থেকেই বাড়িতে বাড়িতে তৈরি হতে শুরু হয় রকমারি মিষ্টি। ইদের দিনে বিরিয়ানি, কোর্মা, নল্লি নিহারী তো রয়েছেই। নতুন জামাকাপড় পরার আনন্দে রাতে ঘুম আসে না বাচ্চাদের। আবার মেহেন্দির গন্ধ নাকে আসতেই মন মেতে ওঠে ইদের আনন্দে। 

মেহেন্দির গাঢ় রঙ ছাড়া ইদের আনন্দ অনেকের কাছেই ফিকে থেকে যায়। কাল ইদ। তাই এখনই মেহেন্দি পরে নিতে প্রস্তুত হন। অ্যারবিক, ফ্লোরাল মেহেন্দির সুন্দর সুন্দর ডিজাইনে হাত ভরে নিন। ভাবছেন কী ডিজাইন লাগিয়ে সকলকে চমকে দেবেন? নিজের মুশকিল আসান করতে দেখে নিন এই ডিজাইনগুলি—

 

বন্ধ করুন