বাংলা নিউজ >
টুকিটাকি > Men Intimate Health: এই খাবারই করবে বাজিমাত!টেস্টোস্টেরনের ঘাটতি হবে না আর
Men Intimate Health: এই খাবারই করবে বাজিমাত!টেস্টোস্টেরনের ঘাটতি হবে না আর Updated: 12 Nov 2024, 10:11 PM IST Sanket Dhar Men Intimate Health Best Foods: শুক্রাণু উৎপাদনের জন্য সঠিক খাবার গ্রহণ করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, কিছু খাবারে উপস্থিত পুষ্টি শুক্রাণু কোষের শক্তি বাড়াতে পারে। জেনে নিন কোন খাবারগুলো পুরুষদের জন্য ভালো। 1/7 আসুন জেনে নিই পুরুষদের স্পার্ম কাউন্ট বাড়াতে কী কী খাবার খেতে হবে।
2/7 প্রতিদিন মসুর ডাল খেলে ফলিক অ্যাসিড সংরক্ষণ করা হয়, যা শুক্রাণু উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
3/7 কলায় প্রচুর পরিমাণে ভিটামিন বি১, ভিটামিন সি, ম্যাগনেসিয়াম থাকে যা শুক্রাণুর গতিশীলতা বাড়ায়।
4/7 ডিম ভিটামিন ই এবং প্রোটিন সমৃদ্ধ, যা শুক্রাণুর গতিশীলতা সাহায্য করে।
5/7 গাজরে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন রয়েছে। এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা শুক্রাণুর স্বাস্থ্য রক্ষা করে।
6/7 ডায়েটে মেথি অন্তর্ভুক্ত করলে শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি পায় এবং কামশক্তিও বৃদ্ধি পায়।
7/7 শাক, ডাল, মুরগি, মাটন, মাছ ও ডিম খেলে শুক্রাণুর ভারসাম্য বজায় থাকবে। তারা দ্রুত গতিতে চলে।