বাংলা নিউজ > টুকিটাকি > Mia Khalifa: ‘কমবয়সি মেয়েদের সঙ্গে বেশি বয়সি পুরুষের প্রেম— নোংরা!’ কেন এমন ভাবেন মিয়া খলিফা
পরবর্তী খবর

Mia Khalifa: ‘কমবয়সি মেয়েদের সঙ্গে বেশি বয়সি পুরুষের প্রেম— নোংরা!’ কেন এমন ভাবেন মিয়া খলিফা

মিয়া খালিফা

Mia Khalifa: প্রেমিক-প্রেমিকার বয়সের ফারাক নিয়ে রেগে গিয়েছেন মিয়া খালিফা। কী বলছেন তিনি? 

বেশি বয়সি পুরুষের সঙ্গে কমবয়সি মেয়েদের প্রেমের কথা শুনলেই বিরক্ত লাগে মিয়া খালিফার। সম্প্রতি এই কথা জানিয়েছেন তিনি। কিন্তু কেন? তারও ব্যাখ্যা দিয়েছেন তিনি।

মিয়া খালিফাকে বহু মানুষই চেনেন। প্রাপ্ত বয়স্কদের জন্য তৈরি সিনেমায় এক সময় অভিনয় করতেন তিনি। লেবানিজ-আমেরিকান এই মডেল অবশ্য এই আর ওই ধরনের ছবিতে অভিনয় করেন না। বর্তমানে তিনি সমাজকল্যানমূলক নানা প্রকল্পের সঙ্গে যুক্ত। 

তবে এর পাশাপাশি নানা কারণেই আলোচনায় চলে আসেন মিয়া। বিশেষ করে সামাজিক নানা বিষয়ে তাঁর মতামত তিনি খুব সপাটে জানান। আর সেটিই তাঁকে বর্তমানে আলোচনায় রেখেছে।

তাঁর মতে, খুব কমবয়সি (১৮ বছর যেমন) মেয়েদের সঙ্গে বেশি বয়সের পুরুষের সম্পর্কটি মোটেই ভালো নয়। তাঁর বক্তব্য, বহু বেশি বয়সের পুরুষেরই অল্প বয়সের মেয়েদের সঙ্গে প্রেম করার আগ্রহ থাকে। তার কারণ এদের সঙ্গে সম্পর্ক থেকে দ্রুত বেরিয়ে যাওয়া যায়। 

মিয়ার মতে, এটি মোটেই ভালো কাজ নয়। কারণ ১৮ বছরের কোনও মেয়ের শরীরটি ঠিক করে পরিপূর্ণই হয় না এই ধরনের সম্পর্কের জন্য। সেখানে এমন সম্পর্ক মেয়েটির জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে। বিষয়টিকে তিনি একপ্রকার ‘নোংরা’ হিসাবেই দেখেন, এমন ইঙ্গিতও আছে তাঁর কথায়।

একই সঙ্গে মিয়ার বক্তব্য, খুব কম বয়সি ছেলেদের সঙ্গে বেশি বয়সের মহিলাদের সম্পর্কের পক্ষে নন তিনি। কারণ তাতে ছেলেটির নানা সমস্যা হতে পারে?

তাহলে কি কোনও প্রেমিক-প্রেমিকার মধ্যে ৩০ বছরের ব্যবধান মেনে নিতে পারবেন না তিনি? বিষয়টি তাও নয়। মিয়ার মতে, একটি মেয়ে যদি ২৫ বছরের হয়ে যায়, তাঁর শরীর পরিপূর্ণতা পেয়ে যায়। সেই সময়ে তিনি ৩০ বছরের বেশি বয়সের কেন, তার চেয়েও বেশি বয়সের কারও সঙ্গে প্রেম করতে পারেন। সেটি তাঁর সিদ্ধান্ত।

এই প্রসঙ্গে বলতে গিয়ে মিয়া এটিও জানিয়েছেন, নিজের কম বয়সে তিনি এই জাতীয় একটি সম্পর্কের মধ্যে দিয়ে গিয়েছেন। ফলে এর প্রভাব কতটা খারাপ হতে পারে, সে বিষয়ে তাঁর রীতিমতো ধারণা আছে।  

Latest News

বয়কট ট্রেন্ডে হাঁটল না তিন ক্লাব, দুর্গাপুজোর সরকারি অনুদান নিচ্ছে, জানান কুণাল IAS থেকে পূজা খেদকারকে বরখাস্ত করল কেন্দ্র! জাল সার্টিফিকেট দেওয়ার অভিযোগ আছে রেলের খাবারের সঙ্গে পাঁচতারা হোটেলের তুলনা, লোক হাসালেন ইনফ্লুয়েন্সার প্যারালিম্পিক্স সমাপ্তি অনুষ্ঠানে জাতীয় পতাকা বহন করবেন ইতিহাস গড়া দুই প্লেয়ার পুজোয় ভিড় এড়াতে চলে যান দার্জিলিংয়ের এই অফবিট পাহাড়িগ্রামে জল্পনার অবসান! কেকেআর হাত বাড়িয়েও পাচ্ছে না কিংবদন্তিকে বিয়ের পর প্রথম গণেশ চতুর্থী রাধিকার! কেমন সাজলেন আম্বানিদের ছোট বউ পর্দায় 'বঙ্গবন্ধুর' চরিত্রে অভিনয়, এবার তাই ১০ কাঠা জমি হারালেন বাংলাদেশের শুভ প্রথম ও শেষ মেট্রোর সময় পালটে যাচ্ছে হাওড়া ময়দান-এসপ্ল্যানেডে, রইল টাইমটেবিল পাখিরালয়ের নদীবাঁধে নামল ব্যাপক ধস, আতঙ্কে গ্রামবাসীরা, মেরামতির কাজ সম্পন্ন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.