বাংলা নিউজ > টুকিটাকি > Middle finger flipping: মধ্যমা বা মাঝের আঙুল দেখানো ‘ভগবান প্রদত্ত’ অধিকার! বিস্ফোরক রায় বিচারকের

Middle finger flipping: মধ্যমা বা মাঝের আঙুল দেখানো ‘ভগবান প্রদত্ত’ অধিকার! বিস্ফোরক রায় বিচারকের

বিষ্ফোরক রায় বিচারকের

Middle finger flipping: মধ্যমা দেখানোর অধিকার স্বয়ং ভগবান দিয়েছে‌‌। সেই নিয়ে আবার মামলা! আরও কথা শুনতে হল মামলাকারীকে।

মধ্যমা আঙুল দেখানো কানাডিয়ানদের মৌলিক অধিকার। ওই অধিকার নাকি স্বয়ং ‘ভগবানের দেওয়া’! এই নিয়ে আবার মামলা ঠোকা যায় নাকি! কানাডার একটি আদালতে এমনটাই রায় দিলেন বিচারপতি। সম্প্রতি একটি মানহানির মামলা নিয়ে আদালতের দারস্থ হয়েছিলেন কানাডার এক বাসিন্দা। তার মামলা দেখেই এই মন্তব্য করেন বিচারপতি। শুধু তাই নয়, ২৬ পাতার একটি রায়ও দেন সেই বিচারপতি‌। তাতেই ‘মধ্যমা আঙুল দেখানো’র মৌলিক আধিকার নিয়ে সবিস্তারে উল্লেখ করেন তিনি। সংবাদমাধ্যম গার্জিয়ানের প্রতিবেদন অনুযায়ী মামলাটিই খারিজ করে দেন ওই বিচারপতি। মধ্যমা আঙুল দেখানো নিজের ভাব প্রকাশের স্বাধীনতার অংশ। এমনটাই মন্তব্য করা হয় কানাডার আদালতে।

আরও পড়ুন: আদালত কক্ষে দুধ খাওয়াচ্ছেন! মাকে বেরিয়ে যাওয়ার নির্দেশ বিচারপতির, সমালোচনার ঝড়

আরও পড়ুন: রাতে কী স্বপ্ন দেখেছেন মনে পড়ছে না তো? আর চিন্তা নেই! রোবটই এঁকে দেবে সেই ছবি

ঠিক কী কারণে মামলা দায়ের করা হয়েছিল মধ্যমা আঙুল দেখানো নিয়ে? মামলাকারীর অভিযোগ তার প্রতিবেশী বড়োই অসভ্য ও বেয়াদব। কোনও ভদ্রতার ধার ধারেন না তিনি। নিয়মিত নোংরা ভাষায় কথা বলেন। প্রতিবেশী হিসেবে রোজ তার হয়রানির শিকার হতে হয় মামলাকারীকে। সম্প্রতি কোনও এক বাকবিতণ্ডায় জড়িয়ে পড়া ওই ‘অভদ্র’ প্রতিবেশী তার মধ্যমা আঙুল দেখান। যা আদতে একটি তীব্র অশালীন ইঙ্গিতও।‌ সেই নিয়েই মামলা দায়ের করেন ওই ব্যক্তি। আশা ছিল, আদালতে এর একটা হেস্তনেস্ত হবে। দিনের পর দিন এমন ‘অভদ্রতা’র বিচার করবে আদালত। কিন্তু কোথায় কী! মামলার কাগজ দেখেই রীতিমতো বিরক্ত হয়ে যান বিচারপতি‌।

আরও পড়ুন: ‘হাক’ দিলেই তৈরি হবে বিদ্যুৎ! কেমন ভাবে? নয়া বিজ্ঞানের নয়া আবিষ্কার দেখে নিন

আরও পড়ুন: ৯৮তেও যেন ২৬এর তরুণী! ১ ঘন্টায় কত কিমি দৌড়ালেন বৃদ্ধা? শুনলে অবাক হবেন

তাঁর কথায়, প্রতিবেশীর সঙ্গে যৎসামান্য ঝগড়া নিয়ে আবার মামলা! মধ্যমা আঙুল দেখানো তীব্র অপমানজনক লেগেছিল মামলাকারীর। সে কথা জানতে পেরে বিচারপতি বলেন, ওটা দেখানো সব লাল রক্তের কানাডিয়ানদের অধিকার। এমনকী ওই অধিকার নাকি স্বয়ং ভগবানের দেওয়া। তাই এই নিয়ে কোনও মামলা আদতে হওয়ার কথাই নয়। এমনটাই জানান বিচারপতি। এই মর্মেই ২৬ পাতার রায় লিখে মামলা খারিজ করে দেন তিনি।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন