মীরা রাজপুত, বলিউডের কোনও অভিনেত্রী না হলেও তিনি সবসময় থাকেন লাইম লাইটে। শুধুমাত্র শাহিদ কাপুরের স্ত্রী হিসেবে নয়, একজন নামী ব্যক্তিত্ব হিসেবে নিজেকে তিনি প্রতিষ্ঠিত করেছেন বারবার। তবে এবার ফ্যাশন শোয়ে হাঁটতে গিয়ে রীতিমতো উপহাসের শিকার হতে হল তাঁকে।
সম্প্রতি বিখ্যাত ডিজাইনার মনিকা এবং কারিশমার ফ্যাশন লেবেল, জেট বাই এমকে - এর জন্য একটি ফ্যাশন শোতে অংশগ্রহণ করেছিলেন তিনি। ওই অনুষ্ঠানের শো স্টপার হিসাবে সকলের বিশেষ ভাবে নজর কেড়েছিলেন মীরা।
(আরও পড়ুন: 'নিজের শর্তে..' ফ্যাশনকে ঠিক কীভাবে ব্যাখ্যা করলেন ভূমি পেডনেকর)
মীরা যে লেহেঙ্গাটি পরেছিলেন, সেটির কোমরে ছিল একটি স্ট্রাইকিং ভি নেকলাইন, গলায় হল্টার নেকলাইন এবং টেনটালাইজিং ব্যাকলেস ডিজাইন। লেহেঙ্গাটিতে ছিল গোলাপী এবং বেগুনি রংয়ের সূক্ষ্ম ডিজাইন। পোশাকটির সঙ্গে মানানসই চোকার পরেছিলেন তিনি, হালকা মেকআপ এবং পনিটেলে মীরাকে দেখতে লাগছিল ভীষণ সুন্দর।
এত কিছু সুন্দর হয়েও কিন্তু উপহাসের হাত থেকে রক্ষা পেলেন না তিনি। বহু নেটিজেন মীরার প্রশংসা করলেও মীরার হাঁটার ভঙ্গি দেখে অনেকে তাঁকে ‘পুরুষালি’ বলে আখ্যা দিয়েছেন। কেউ কেউ যেমন লিখেছেন, ‘আপনি একেবারে মাচো ম্যানদের মত হাঁটছেন।’ আবার কেউ লিখেছেন, ‘এটা ফ্যাশন শো, কুস্তির মাঠ নয়।’
মীরার লুক খুব আকর্ষণীয় হলেও তিনি যেভাবে হাঁটছিলেন, তাদেরকে অনেকের মনে হয়েছে তাঁর আরও ট্রেনিং নেওয়া দরকার ছিল। শাহিদ পত্নীর হাঁটার ধরন দেখে একজন লিখেছেন, ‘আপনার আরও প্রশিক্ষণ নেওয়া উচিত ছিল।’ কেউ আবার মজা করে লিখেছেন, ‘আপনাকে দেখে মনে হচ্ছে পার্কে হারিয়ে গেছেন আপনি, এইভাবে যে কেউ হাঁটে তা জানা ছিল না।’
(আরও পড়ুন: ‘ওষুধের কারণে ওজন বাড়তেও বডি-শেমড হয়েছি...’ অসুস্থতা নিয়ে মুখ খুললেন নেহা)
প্রসঙ্গত, মনিকা এবং কারিশমা ব্রাইডাল কাউচার ২০২৪ কালেকশনের JADE কে Brides Reverie বলা হয়। এই ব্রাইডাল কালেকশনটি শুধুমাত্র নববধূকে সুন্দর করে সাজায় তা নয়, তাদের আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্বকে সুন্দর করে তোলে।