চুল নিয়ে জেরবার আপনি? তাহলে এই টোটকা আপনারই জন্য। দেখে নিন কীভাবে বানাবেন শ্যাম্পু যা লাগালে একটাও চুল পড়বে না।
1/6চুল রুক্ষ্ম-শুষ্ক হয়ে পড়লে পুরো সাজটাই মাটি হয়ে যায়। এক্ষেত্রে সবচেয়ে প্রয়োজনীয় হল চুলের হাল ফেরানো। সেক্ষেত্রে বদল আনুন শ্যাম্পুতে। আপনি যে কোম্পানির শ্যাম্প মাখেন তার সঙ্গে মিশিয়ে নিন এক বিশেষ উপকরণ। দেখবেন চুল হবে মাখনের মতো।
2/6১ চামচ চাল আর মেথি ভিজিয়ে রেখে সারা রাত জলে ভিজিয়ে রাখুন। এবার পরদিন সেই চাল আর মেথির সঙ্গে মেশান ফ্ল্যাক্স সিড আর কারি পাতা। এবার ভালো করে ফুটিয়ে নিন ৩-৪ মিনিট। তারপর ছেঁকে নিয়ে জেলটা আলাদা করে রাখুন। এরপর ওই মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিন আপনার রোজের শ্যাম্পু।
3/6এবার এই মিশ্রণ দিয়ে শ্যাম্পু করে নিন। এভাবে চুল ধুলে আপনার আলাদা করে কন্ডিশনার লাগানোরও প্রয়োজন পড়বে না। কেরাটিন ট্রিটমেন্টের এফেক্ট পাবেন। চাইলে মেথি-চাল-ফ্ল্যাক্স সিড যে ছেঁকে আলাদা করে রেখেছিলেন সেটা মিক্সিতে মিষে হেয়ারপ্যাক হিসেবেও লাগাতে পারেন।
4/6চুলের অকালে পেকে যাওয়া রোধ করে মেথি। খুশকি দূর করে। চুলের গোড়া মজবুত হয় মেথি ব্যবহারে, ফলে বন্ধ হয় চুল পড়া। চুল মসৃণ ও ঝলমলেও হয়ে ওঠে। মেথিতে থাকা আয়রন চুলের বৃদ্ধিতে অনুঘটকের ভূমিকা নেয়।
5/6ঘন, মসৃণ ও বাউন্সি চুল পেতে সাহায্য করবে চাল। চুলে যোগান দেবে মিনারেল, ভিটামিন বি, সি এবং ই, অ্যান্টিঅক্সিডেন্ট, ফলিক অ্যাসিড এবং ম্যাগনেসিয়ামের। রাইস ওয়াটারের মধ্যে রয়েছে অ্যামিনো অ্যাসিড ও নিয়াসিন, এটি চুলের পাশাপাশি বৃদ্ধির জন্যও সহায়ক।
6/6চুলে আর্দ্রতা জোগাতে সাহায্য করে ফ্ল্যাক্স সিড। ফলে রুক্ষ্ম-শুষ্ক চুলের জন্য বিশেষ করে উপকারি। এর মধ্যে রয়েছে ভিটামিন ই, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং ফাইবারের মতো প্রয়োজনীয় উপাদান। এতে থাকা ভিটামিন বি মজবুত করে চুলের ফলিকলকে। সব মিলিয়ে চুল পড়া রোধ হয় এটির ব্যবহারে।