মোবাইল ফোন নিয়ে টয়লেটে যাওয়ার অভ্যাস এখন অনেকেরই। দিনের ২৪ ঘন্টাই ফোন সঙ্গী। এতে কী বিপদ ডেকে আনছেন জানেন কি।
1/5মোবাইল ফোন নিয়ে টয়লেটে যাওয়ার অভ্যাস এখন অনেকেরই। দিনের ২৪ ঘন্টাই ফোন সঙ্গী। এতে কী বিপদ ডেকে আনছেন জেনে নিন। (Freepik)
2/5২০১৬ সালে এই নিয়ে একটি বিশেষ সমীক্ষা করা হয়। তাতে দেখা যায়, অস্ট্রেলিয়া ও আমেরিকার প্রায় ৭৫ শতাংশ বাসিন্দারই এই অভ্যাস রয়েছে। যা রীতিমতো বিপজ্জনক বলেই মনে করছেন বিজ্ঞানীরা। (Freepik)
3/5বিশেষজ্ঞদের কথায়, বাথরুমের দরজার লক, ফ্লাশ, কমোড, কলের ট্যাপ ইত্যাদিতে প্রচুর ব্যাকটেরিয়া জমে থাকে। বাথরুমের আর্দ্র আবহাওয়া এই সব ব্যাকটেরিয়ার জন্য আরও ভালো। এই আবহাওয়ায় ব্যাকটেরিয়াগুলি তরতরিয়ে বেড়ে ওঠে। (Freepik)
4/5এবার বাথরুমে ফোন বা ট্যাব নিয়ে গেলে তার বাইরের কভারে সেগুলি স্পর্শের মাধ্যমে এসে জড়ো হয়। সালমোনেল্লার মতো মারাত্মক ব্যাকটেরিয়াও থাকে বাথরুমের ভিতর। এই ব্যাকটেরিয়াই প্রভূত ক্ষতি করে শরীরের। (Freepik)
5/5বিজ্ঞানীদের কথায়, এই ধরনের ব্যাকটেরিয়া একবার ফোনের মাধ্যমে হাত হয়ে পেটে গেলেই নানারকম পেটের রোগ হওয়ার আশঙ্কা তৈরি হয়। শুধু তাই নয়, সালমোনেল্লার মতো ব্যাকটেরিয়া থেকে টাইফয়েডও হতে পারে। তাই মোবাইল ফোন বা ট্যাব নিয়ে বাথরুমে না যাওয়াই ভালো। (Freepik)