প্রতি মাসেই দেদার টাকা খরচ হয়ে যাচ্ছে! কীভাবে টাকা বাঁচাবেন তা বুঝতে পারছেন না? জেনে নিন সহজ কোন পাঁচ জায়গায় রাশ টানলেই বাঁচবে গাঁটের কড়ি।
1/6প্রতি মাসেই দেদার টাকা খরচ হয়ে যাচ্ছে! কীভাবে টাকা বাঁচাবেন তা বুঝতে পারছেন না? জেনে নিন সহজ কোন পাঁচ জায়গায় রাশ টানলেই বাঁচবে গাঁটের কড়ি। (Freepik)
2/6অপ্রয়োজনীয় কেনাকাটা: যেটুকু দরকার সেটুকুই কেনাকাটা করুন। প্রয়োজনের বেশি কেনাকাটা করলেই খরচ বাড়বে। তাই সাধ্যের মধ্যে খরচ রাখতে বেশি কেনাকাটা এড়িয়ে চলুন। (Freepik)
3/6বারে বারে কেনা: যখন যা দরকার, তখন তাই না কিনে চেষ্টা করুন একটি নির্দিষ্ট সময় অন্তর জিনিস কেনার। এতে একবারে অনেকটা কেনাকাটা হয়ে যায়। তাতে কিছুটা সাশ্রয় করা যায়। অল্প অল্প করে কিনলে দরাদরির সময়েও আপনি তেমন সুবিধা পাবেন না। ফলে বাড়বে খরচ। (Freepik)
4/6অতিরিক্ত পোশাক কেনা: প্রায়ই দেখা যায়, দরকারের বেশি পোশাক আমাদের আলমারিতে জড়ো হয়েছে। একটু বুদ্ধি করে এগুলি ব্যবহার করলেই কিন্তু নতুন পোশাক কিনতে হয় না। ফলে খরচও বেঁচে যায় অনেকটাই। (Freepik)
5/6বাইরে খাওয়াদাওয়া: বাইরে খাওয়াদাওয়াতে আমরা অনেক টাকাই খরচ করে থাকি। তবে এই খাওয়াদাওয়া যে সবসময়ে প্রয়োজনে করা হয়, তা তো নয়। বরং অনেক সময় শুধুই খাওয়ার জন্য খাওয়া। তাই এর খরচ চাইলেই বাঁচানো যায়। (Freepik)
6/6কোনওকিছুর সাবস্ক্রিপশন নেওয়া:এখন অনলাইনে সিরিয়াল থেকে ওয়েব সিরিজ দেখতে পছন্দ করেন সবাই। এছাড়াও অন্যান্য অনেক ব্যাপারেই চলে এসেছে মাসে মাসে টাকা দেওয়ার পদ্ধতি। টাকা জমাতে হলে এই সাবস্ক্রিপশন কিছুদিন বন্ধ রাখুন। (Freepik)