বিশ্বে এই প্রথম কোনও পোষ্যের মধ্যে মাঙ্কিপক্স ভাইরাসের খোঁজ মিলল। জানা গিয়েছে ফ্রান্সের এক দম্পতি তাঁদের পোষ্য, একটি ইটালিয়ান গ্রেহাউন্ডকে সঙ্গে নিয়েই ঘুমাত। সেই দম্পতির থেকে কুকুরটির মধ্যে এই সংক্রমণ ছড়িয়ে যায়। এমনই একটি রিপোর্ট বেরিয়েছে ল্যানসেট পত্রিকায়। কুকুরটির প্রথমে ঘা হয় এবং তারপর তার দেহে মাঙ্কিপক্স ভাইরাসের হদিস মেলে। ফলে এটা থেকে স্পষ্ট হল মানুষের থেকে পোষ্যদের মধ্যেও এই রোগ ছড়াতে পারে। তাই তাদের এই ভয়ানক ভাইরাসের হাত থেকে বাঁচাতে হবে। কী করলে আপনার পোষ্যটি সুস্থ থাকবে জানেন?
ডিসিসি পশু হাসপাতালের ভেটেরনারি চিকিৎসক কী বলছেন দেখে নিন। কোন উপায় আপনার আদরের পোষ্যকে এই রোগ থেকে বাঁচাবেন জানুন।
লক্ষণ চিনুন
দেখুন আপনার পোষ্যের জ্বর আসছে কিনা, কিংবা ঝিমিয়ে পড়েছে কিনা। সঙ্গে ঘা হয়েছে কিনা সেদিকেও নজর দিন। হলে দ্রুত ব্যবস্থা নিন। আর আপনার বাড়ির কেউ যদি এই রোগে আক্রান্ত হন তাঁর থেকে একদম দূরে রাখুন পোষ্যকে।
বাড়ির কারও মাঙ্কিপক্স হলে
মাঙ্কিপক্স এর আইসোলেশন পিরিয়ড হচ্ছে দু থেকে চার সপ্তাহ। ততদিনে জন্য আপনার পোষ্যকে অন্য কোথাও পাঠিয়ে দিন। আপনি সম্পূর্ণ সুস্থ হওয়ার পর বাড়ি ঘর পরিষ্কার করুন, বিছানা পত্র কেচে পরিষ্কার করে তবেই ওকে ফেরত আনুন।