বাংলা নিউজ > টুকিটাকি > Monkeypox or Chickenpox: মাঙ্কিপক্স নাকি চিকেনপক্স, কোনটি হয়েছে? লক্ষণগুলি দেখে চিনবেন কীভাবে

Monkeypox or Chickenpox: মাঙ্কিপক্স নাকি চিকেনপক্স, কোনটি হয়েছে? লক্ষণগুলি দেখে চিনবেন কীভাবে

মাঙ্কিপক্স আর চিকেনপক্সের পার্থক্য কী কী?

Monkeypox vs Chickenpox: এই মরশুমে অনেকেই চিকেনপক্সে আক্রান্ত হচ্ছেন। কী করে বুঝবেন কোন পক্সটি হয়েছে?

ভারতে ঢুকে পড়েছে মাঙ্কিপক্স। ইতিমধ্যেই একাধিক মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে এই পক্সের জীবাণু। ফলে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

কিন্তু একই সময়ে আবার বাড়ছে চিকেনপক্সে আক্রান্তের সংখ্যাও। চিকিৎসকরা বলছেন, বর্ষার ভেজা আবহাওয়ায় এই পক্সের আশঙ্কা বাড়ছে। দুই ধরনের পক্সের মধ্যেই বেশি কিছু সামঞ্জস্য রয়েছে। তাহলে কোন পক্স আক্রান্ত হয়েছেন, তা বোঝার উপায় কী? কী কী লক্ষণ দেখলে তখনই চিকিৎসকের পরামর্শ নেবেন? (আরও পড়ুন: মাঙ্কিপক্স নিয়ে জরুরি অবস্থা ঘোষণা WHO-র, কী কী বিষয়ে বদল আসতে চলেছে এর ফলে)

মাঙ্কিপক্স নাকি চিকেনপক্স?

পার্থক্য ১: বিশেষজ্ঞরা বলছেন, মাঙ্কিপক্সের সঙ্গে চিকেনপক্সের থেকে স্মলপক্সের মিল বেশি। যদিও স্মলপক্সে এখন আর কেউ আক্রান্ত হন না। এই রোগটির জীবাণু অবলুপ্ত হয়ে গিয়েছে। কিন্তু এই দুইয়ের মধ্যে মিল রয়েছে। তবে স্মলপক্সের তুলনায় মাঙ্কিপক্সের ভয়াবহতা অনেক কম।

পার্থক্য ২: মাঙ্কিপক্সের ক্ষেত্রে গায়ে গোটা বেরোনোর দিন চারেক আগে থেকে জ্বর, মথাব্যথা, গলাব্যথা, কাশির মতো উপসর্গ দেখা যায়। এছাড়া গায়ের নানা জায়গায় লিম্ফনোডও বাড়তে পারে। এঘুলি চিকেনপক্সের ক্ষেত্র সচরাচর দেখা যায় না।

পার্থক্য ৩: বিশেষজ্ঞরা বলছেন, মাঙ্কিপক্সে গায়ে যে গোটাগুলি বেরোয়, সেগুলির মাপ চিকেনপক্সের গোটার থেকে বড় হয়।

পার্থক্য ৪: মাঙ্কিপক্সের ক্ষেত্রে হাতের তালু বা পায়ের পাতাতেও গোটা বেরোতে পারে। কিন্তু চিকেনপক্সের ক্ষেত্রে তা খুব একটা দেখা যায় না।

পার্থক্য ৫: চিকেনপক্সের ক্ষেত্রে গোটা বেরোনোর পরিমাণ ৭ থেকে ৮ দিনের মাথায় কমতে শুরু করে। কিন্তু মাঙ্কিপক্সের ক্ষেত্রে তা হয় না। তার পরেও বেরোতে পারে।

পার্থক্য ৬: চিকেনপক্সের ক্ষেত্রে গোটাগুলি তরলে ভর্তি হয় এবং চুলকায়। কিন্তু মাঙ্কিপক্সের ক্ষেত্রে গোটাগুলি মোটেও চুলকায় না। (আরও প

এছাড়াও চিকিৎসকরা বলছেন, যাঁদের জন্ম ১৯৮০ সালের আগে এবং যাঁদের স্মলপক্সের টিকা নেওয়া আছে, তাঁদের ক্ষেত্রে মাঙ্কিপক্সের আশঙ্কা কম। কারণ এই দুই ধরনের পক্সের জন্য যে জীবাণু দায়ী, তাদের ধরন কিছুটা একরকমের। ফলে স্মলপক্সের টিকা নেওয়া থাকলে মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকটাই কমে যেতে পারে।

টুকিটাকি খবর

Latest News

KKR-এর ডাগআউটে গম্ভীরকে দেখেই জ্বলে উঠতে পারেন কোহলি, ধারণা প্রাক্তন তারকার বেলেঘাটা মেট্রোয় সব ঠিক আছে? পরিদর্শনের পরে ‘রায়’ CRS-র, রইল ট্রায়াল রানের দৃশ্য মনে মনে লাদাখ চলুন 'চুটগি' নামের খাবার হাতে! এভাবে বানালেই চেটেপুটে খাবেন সকলে মস্কোয় সন্ত্রাসী হামলার এক সপ্তাহ বাদে এখনও নিঁখোজ প্রায় ১০০ ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি হারব’‌, বিজেপি নেতার মন্তব্যে আলোড়ন ‘আশা করছি প্রত্যেকের অধিকার…’কেজরিওয়াল গ্রেফতারে মুখ খুলল রাষ্ট্রসংঘ চিন্তা উড়িয়ে বাম্পার চাকরি পেল IIM-এর পড়ুয়ারা, গড়ে ৩২ লাখের প্যাকেজ NDA-তে যোগের ৮ মাসে প্রফুলকে ক্লিনচিট CBI-এর, 'ওয়াশিং মেশিনে ধোলাই', খোঁচা TMC-র ২৩৮ বার হেরেও ‘ঘায়েল’ হননি, লড়াকু পদ্মরাজন এবারও দাঁড়াচ্ছেন ভোটে ‘স্ত্রী হিসেবে ০...’ প্রেম করে বিয়ে, তবুও কেন টিকল না রচনা-সিদ্ধান্তের সংসার?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.