হোটেলের রুম থেকে, গেস্ট বা অতিথিরা চলে যাওয়ার পর, চোখ থমকে গিয়েছিল কর্মীদের। এমন কিছু অস্বাভাবিক আইটেম যে এইভাবে পড়ে থাকতে পারে, তা কখনওই ভাবেননি তাঁরা। অদ্ভুত ব্যাপার, হোটেলে গিয়ে মানুষ নিজের পছন্দের চিরুনিটাও রেখে যেতে চায় না। কিন্তু ৫০ কোটির ঘড়ি কিংবা গাড়ির টায়ার কেন রেখে গেল, এমনকি প্রাণের পোষ্যটিকেও বা কীভাবে ভুলে গেল, তা ভেবেই হয়ত অবাক হয়ে গিয়েছিলেন হোটেলের কর্মকর্তারা।
সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল, এই জিনিসগুলোর মধ্যে ছিল ৬ মিলিয়ন ডলার অর্থাৎ ৫০ কোটি টাকা মূল্যের একটি ঘড়ি এবং একটি হার্মিস বার্কিন ব্যাগ৷ অতিথিরা বিলাসবহুল গাড়ির চাবি এবং গুরুত্বপূর্ণ নথি, গাড়ির টায়ার, একটি বাগদানের আংটি এবং এমনকি একটি দাঁতও ভুলে রেখে গিয়েছেন৷ এমনকি নিজেদের পোষা গিরগিটিটাকেও নিয়ে যাওয়ার কথা মনে ছিল না। পড়ে ছিল মুরগির একটি ছানাও। সৌভাগ্যক্রমে, হোটেলের কর্মীরা গিরগিটি এবং ছানাটিকে তাদের মালিকদের কাছে পৌঁছে দিতে পেরেছিল।
আরও পড়ুন: (Flipkart Big Billion Days 2024: 20,000 টাকার নিচে আইপ্যাড 9th Gen? – যা জানা দরকার)
হোটেল রুম বুকিং এর জন্য জনপ্রিয় ওয়েবসাইট হোটেলস ডট কম (Hotels.com), তার বার্ষিক হোটেল রুম ইনসাইটস রিপোর্ট শেয়ার করেছে। এই রিপোর্টেই দেখা গিয়েছে যে অতিথিদের রেখে যাওয়া সবচেয়ে সাধারণ আইটেম কী কী ছিল। রিপোর্টটিতে এমন কিছু অদ্ভুত রুম সার্ভিসের কথা লেখা ছিল যে অবাক লাগবে জানলে। আর সবচেয়ে বড় বিষয় হল, মানুষ তাড়াহুড়োত মধ্যে করে, নিজেদের অজান্তেই যে নিজেদের কতটা ক্ষতি করে বা বিভ্রান্ত হয়, তা এই রিপোর্ট দেখলেই স্পষ্ট হয়ে যাবে।
বিশ্বের ৪০০ টিরও বেশি হোটেল থেকে সংগৃহীত তথ্য সমেত এই রিপোর্ট তৈরি করা হয়েছে। দেখা গিয়েছে যে অতিথিরা প্রায়শই ফোন চার্জার, নোংরা জামাকাপড়, পাওয়ার অ্যাডাপ্টার, মেকআপ এবং প্রসাধন সামগ্রী ভুলে যান। এছাড়াও, ১০ শতাংশ হোটেলে অতিথিদের ফেলে যাওয়া দাঁতের সন্ধানও পাওয়া গিয়েছে।
প্রতিবেদনে কিছু অস্বাভাবিক রুম সার্ভিসের তালিকাও রয়েছে। এর মধ্যে রয়েছে শিশুর স্নানের জন্য ইভিয়ান জলে (১৫ বছর ধরে এই জলের প্রতিটি বিন্দু পরিস্রুত করা হয়, এই জল প্রসেসড নয়। দামও তাই খুব বেশি।) ভরা একটি বাথটাব, পোষা প্রাণীর জন্য একটি কাস্টমাইজড অ্যালার্জেন মেনু, পোড়া টোস্ট, ক্যাভিয়ার (ক্যাভিয়ার মূলত মাছের ডিম, যা কেবলমাত্র স্টার্জন প্রজাতির মাছ থেকে পাওয়া যায়) সহ একটি হট ডগ, ছাগলের দুধ, ৪ পাউন্ড কলা, এমনকি একজন স্টাফ সদস্যের কাছ থেকে হাই ফাইভও অনুরোধ করেছিলেন অতিথিরা।
এরই পাশাপাশি, হোটেল রুম ইনসাইটস রিপোর্টটি এমন কিছু লুকোনো হোটেল সুবিধার কথা ফাঁস করেছে, যা অনেকেই হয়তো জানেন না।
- হোটেল নিউ ওটানি টোকিও দ্য মেইন-এ ৪০০ বছরের পুরনো জাপানি বাগানের মধ্য দিয়ে হেঁটে যেতে পারেন।
- পোর্টল্যান্ডের সেন্টিনেল হোটেল পোষা প্রাণীদের জন্য বিশেষ পরিষেবা প্রদান করে৷
- লন্ডনের মন্টেগ অন দ্য গার্ডেনে, ব্রিটিশ মিউজিয়ামের একটি ব্যক্তিগত সফর উপভোগ করতে পারেন।