বাংলা নিউজ > টুকিটাকি > Mother's Day 2022: Mother's Day-তে মায়েদের শ্রদ্ধা Google-এর, মায়ের হাত ধরে সন্তান শিখল দুনিয়াদারি

Mother's Day 2022: Mother's Day-তে মায়েদের শ্রদ্ধা Google-এর, মায়ের হাত ধরে সন্তান শিখল দুনিয়াদারি

মাদের শ্রদ্ধার্ঘ্য Google-এর। 

৮ মে পৃথিবীর নানা প্রান্তে উদ্‌যাপিত হচ্ছে Mother's Day। সেই উপলক্ষে মায়েদের শ্রদ্ধা জানালো Google। 

১৯০৮ সালের ৮ মে মাতৃ দিবস পালনের সূচনা হয়েছিল। আনা জার্ভিস নামে এক আমেরিকান মহিলা তাঁর প্রয়াত মায়ের সম্মানে গির্জায় উপাসনার আয়োজন করেন। সেই থেকেই নাকি শুরু হয় Mother's Day পালন।

এখন এই দিনটিকে আমেরিকায় জাতীয় ছুটির দিন হিসাবে ঘোষণা করা হয়েছে। এবারের মাতৃ দিবসে অর্থাৎ রবিবার এই বিশেষ দিনটি উদ্‌যাপিত হল Google-এর তরফেও। প্রকাশ করা হল Doodle।

বছরের বিশেষ দিনগুলি উদ্‌যাপনের জন্য Google-এর তরফে Doodle বানানো হয়। Mother's Day-তেও এর ব্যতিক্রম হল না।

মা এবং সন্তানের পাশাপাশি হাতের ছবি দিয়ে এই দিনটি উদ্‌যাপিত হল Google-এর তরফে। বিভিন্ন ক্ষেত্রের বিভিন্ন মা এবং সন্তানের ছবি দেওয়া হল এই Doodle-এ। সেখানে কোনও মা তাঁ সন্তানকে শেখাচ্ছেন স্বাস্থ্যবিধি, কোনও মা শেখাচ্ছেন বৃক্ষরোপন আবার কোনও মায়ের আঙুল ধরে সন্তান শিখছে হাঁটা। 

সব মিলিয়ে রবিবার এই Doodle বিরাট জনপ্রিয় হয়েছে। 

বন্ধ করুন