বাংলা নিউজ > টুকিটাকি > Muharram 2024: কারবালার যুদ্ধের আগেও পালন করা হত মহরম! তার ইতিহাস জেনে নিন
পরবর্তী খবর

Muharram 2024: কারবালার যুদ্ধের আগেও পালন করা হত মহরম! তার ইতিহাস জেনে নিন

প্রতীকী ছবি (REUTERS)

Muharram 2024: মহরমের সঙ্গে জুড়ে আছে কারবালার যুদ্ধের ইতিহাস। কিন্তু তার আগেও পালন করা হত মহরম। জেনে নিন, তার ইতিহাস। 

১৪৪৬ বছর আগে হজরত মহম্মদ ও তাঁর অনুগামীরা মক্কা থেকে মদিনার উদ্দেশে রওনা হতে বাধ্য হন। ওই দিনটি ছিল মহরমের প্রথম দিন। তাঁকে মক্কায় ইসলামের বার্তা প্রচার করায় বাধা দেওয়া হয়। মহরমের দশম দিনটি অশুরা হিসেবে পালিত হয়, এদিন ইমাম হুসেনের মৃত্যুর শোক পালন করা হয়। ইমাম হুসেন ছিলেন হজরত মহম্মদের পৌত্র এবং হজরৎ আলির পুত্র। ৬৮০ খ্রিষ্টপূর্বে কারবালার যুদ্ধে প্রাণ ত্যাগ করেন।

ইসলামের অন্যান্য উৎসব থেকে মহরমের পৃথক, কারণ এই মাসটি হল শোকজ্ঞাপন ও প্রার্থনার মাস। এ সময় কোনও উৎসব পালিত হয় না। শিয়াদের জন্য এই মাসটি বিশেষ গুরুত্ব বহন করে। শিয়ারা এদিন একটি শৃঙ্খল তৈরি করে নিজেকে ক্ষতবিক্ষত করতে থাকেন। একে ততবির বা কামা জানি বলা হয়। 

(আরও পড়ুন: কবে পালন করা হবে মহরম? এই দিনের ইতিহাস আর গুরুত্ব জেনে নিন)

কারবালা প্রান্তরে হোসেইন ইবনে আলি ও তাঁর পরিবারের সদস্যদের শাহাদত বরণের ঘটনাকে কেন্দ্র করে পালন করা হয় শোকের উৎসব আশুরা। প্রায় ১৪০০ বছর আগে হজরত মহম্মদের নাতি ইমাম হোসেইন ইবনে আলি আচমকাই একটি অসম সংঘর্ষের সম্মুখীন হন। তবে এই ঘটনার অনেক আগে থেকেই পালন করা হত মহরম।

মহরম আরবি ক্যালেন্ডারের প্রথম মাস। সেই মাসের দশম দিনে পালন করা হয় আশুরা। ইসলাম ধর্ম বিশেষজ্ঞদের কথায়, এই মাসটিতে নবী ও রসুলদের জীবনে নানা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে প্রাচীনকালে।

(আরও পড়ুন: শিয়াদের মতোই সুন্নিরাও পালন করেন মহরম, তবে রীতি একেবারেই আলাদা, কী কী করেন তাঁরা)

এছাড়াও, নবী মহম্মদের মতে, এই দিনই পৃথিবী সৃষ্টি হয়। পৃথিবীর সৃষ্টি ও বিনাশ সম্পর্কেও গুরুত্বপূর্ণ উল্লেখ পাওয়া যায়। প্রচলিত বিশ্বাস এই যে, আশুরার দিনেই পৃথিবী ধ্বংস হবে। তাই প্রতি বছরই গুরুত্বের সঙ্গে পালন করা হয় আশুরা।

প্রসঙ্গত, কারবালার মর্মান্তিক যুদ্ধ পরবর্তীকালে আশুরার দিনটিকে অন্য মাত্রা দেয়। এই দিন মোট ৭২ জনের মুণ্ডচ্ছেদ করা হয় কারবালার প্রান্তরে। রেহাই পাননি হোসেইন ইবনে আলি শিশুপুত্র।

কারবালার ঘটনা আশুরার দিনটিকে শোকে ভারাক্রান্ত করে তোলে। শিয়া মতাবলম্বীরা এই ঘটনাটিকে বেশি গুরুত্ব দেন। তবে সুন্নি মতাবলম্বীদের কাছেও এই ঘটনাটি গুরুত্ব বহন করে। তাঁরাও এই দিনটি গুরুত্বের সঙ্গে পালন করেন। 

Latest News

ঋতুপর্ণা-স্বস্তিকাদের উপর ভিসা নিষেধাজ্ঞা বাংলাদেশের নতুন সরকারের! আটকে শ্যুটিং ভারতকে পাকিস্তান ভাবতে এসো না… সিরিজ শুরুর আগে শান্তর মন্তব্যে বার্তা মহারাজের! রাত পোহালেই বিজেপির ধরনা শেষ ধর্মতলায়, পরবর্তী কর্মসূচি নিয়ে ধন্দে গেরুয়া শিবির কেন পালন করা হয় মিলাদ উন নবি? জেনে নিন এই দিনের ইতিহাস ‘পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাস পেয়েছি!এবার বিদেশে আবার জিতব’….হুঙ্কার শান্তর… ঘটনার দিন সন্দীপ-অভিজিৎ ফোনে কথা? কোর্টে বিস্ফোরক ইঙ্গিত CBIর যৌনাঙ্গের ছবি পাঠিয়ে হেনস্থা, টলিপাড়ার এক প্রযোজকের বিরুদ্ধে এবার সরব অভিনেত্রী আরজি কাণ্ডের মধ্যেই আবার চিকিৎসক নিগ্রহ! স্বাস্থ্যকেন্দ্রেই মারধর খুন হওয়া দলীয় কর্মীকে শহিদের মর্যাদা দিলেন মানিক ভট্টাচার্য, নতুন মেজাজে বিধায়ক 7 ওভার শেষে England Women-র স্কোর 46/1

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.