বাংলা নিউজ > টুকিটাকি > National Working Moms Day 2024: আজ জাতীয় কর্মজীবী ​​মা দিবস! এই দিনটি কেন পালিত হয়, জানেন
পরবর্তী খবর

National Working Moms Day 2024: আজ জাতীয় কর্মজীবী ​​মা দিবস! এই দিনটি কেন পালিত হয়, জানেন

আজ জাতীয় কর্মজীবী ​​মা দিবস (Utpal Sarkar)

National Working Moms Day 2024: ইতিহাস থেকে তাৎপর্য পর্যন্ত, বিশেষ দিনটি সম্পর্কে আপনার যা জানা দরকার, তা রইল এখানে।

মা, মানবিক শরীরে ভগবানের ছায়া। স্বয়ং আশীর্বাদ তিনিই। আমাদের জন্ম থেকে মৃত্যু, প্রত্যেক ক্ষেত্রেই মায়ের স্পর্শ থাকে। মায়ের আলিঙ্গনের থেকে নিরাপদ কিছু নেই। মায়েরা নিজেদের সন্তানদের বাঁচাতে যেকোনও প্রান্তে যেতে পারেন। আমাদের জীবনের সবচেয়ে বড় সমর্থন তাঁরাই। আমরা যখন কিছু ভুল করি তখন আমাদের তিরস্কার করা থেকে শুরু করে আমাদের অর্জনে আমাদের সবচেয়ে বড় চিয়ারলিডার হওয়া পর্যন্ত, মায়েরা আমাদের বেস্ট ফ্রেন্ড। বাবাদের পাশাপাশি মায়েরাও সন্তানদের ভরণপোষণের জন্য অতিরিক্ত পরিশ্রম করেন। তাঁরাই আমাদের রোল মডেল। কারণ মায়েরা ছোট থেকে আমাদের জন্য যে উদাহরণগুলি দেখিয়ে এসেছেন, সেই দিকে তাকিয়েই আমরা আজ বড় হয়েছি।

আর যে মায়েরা সংসার-সন্তান সামলে বাইরে কাজ করেও সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন, কিংবা করতে চান, তাঁদের প্রত্যেকেরই সম্মানে প্রতি বছর 'জাতীয় কর্মজীবী ​​মা' দিবস পালন করা হয়। আমরা এই বছরের বিশেষ দিনটি পালন করার জন্য প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গে এখানে এমন কয়েকটি বিষয় রয়েছে যা আজ আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে।

  • জাতীয় কর্মজীবী ​​মা দিবস: তারিখ

প্রতি বছর, ১২ মার্চ জাতীয় কর্মজীবী ​​মা দিবস পালিত হয়। এই বছর, বিশেষ দিনটি মঙ্গলবার পড়েছে।

  • জাতীয় কর্মজীবী ​​মা দিবস: ইতিহাস

২০১৭ সালের ডিসেম্বর মাসে, ওয়ার্কিং মমস অফ মিলওয়াকি নামে একটি স্থানীয় সম্প্রদায় প্রতিষ্ঠা করেছিলেন একজন মা। এরপর তিনি ওই সম্প্রদায়ের মাধ্যমে মিলওয়াকির ওই স্থানীয় এলাকার অন্যান্য মায়েদের সঙ্গে শেয়ার করেন। এবং মায়েরা মূলত যে সমস্যাগুলোর মধ্য দিয়ে যান, তা একে অপরের সঙ্গে শেয়ার করার প্রয়োজনীতা বুঝিয়ে দেন ওই মা। এটি এমন একটি মাতৃ সম্প্রদায়ের সূচনা ছিল যা একে অপরের সাহায্যে গড়ে উঠেছিল। এরপর ২০২০ সালে, মিলওয়াকির মায়েরা এম আর্চ ১৩ উদযাপন করা শুরু করেছিলেন। ২০২২ সালে, তাঁরা বুঝতে পেরেছিলেন যে সারা বিশ্বকে মায়েদের এই বিশেষ উদযাপনের গুরুত্ব বোঝানো প্রয়োজন। ব্যাপক সমর্থন পেয়েছিলেন তাঁরা এই ক্ষেত্রে। এবং এরপর থেকেই প্রতি বছর জাতীয় কর্মজীবী ​​মা দিবস পালিত হয়ে আসছে।

  • জাতীয় কর্মজীবী ​​মা দিবস: তাৎপর্য

বিশেষ দিনটি উদযাপন করার সেরা উপায় হল কর্মজীবী ​​মায়েদের সমস্যা এবং তাঁদের দিকে ধেয়ে আসা বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে সচেতনতা তৈরি করে মায়েদের পাশে দাঁড়ানো।

Latest News

মমতার পালটা, বাংলা থেকে যাওয়া যাত্রীবাহী গাড়ি ঝাড়খণ্ডে আটকালেন বাসিন্দারা ডাব চিংড়ি তো খেলেন অনেক, এবারে দুর্গাপুজোয় খেয়ে দেখুন ডাব পনির পুজোর বাজার কাঁপাচ্ছে ‘জিমিচুর’, কী বিশেষত্ব এই শাড়ির CGO পর্যন্ত মিছিল করে ধরনা তুললেন জুনিয়র ডাক্তাররা, মশাল হাতে রাজপথে নাগরিক সমাজ হিট ম্যানের ‘হিটে’ কুপোকাত শুভমন গিল, হাসছেন বিরাট-গম্ভীর! ‘গর্জন শুনছেন?’ বলছেন কিঞ্জল! জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে কুর্নিশ সুদীপ্তা-উষসীর কলকাতা লিগে আটকে গেল ইস্টবেঙ্গল, মহামেডানের বিরুদ্ধে ম্যাচ ড্র লাল-হলুদের মাঝরাস্তায় মহিলা আইনজীবীকে অশ্লীল ইঙ্গিত নরেন্দ্রপুরে, ফিরছিলেন স্বামীর সঙ্গে Hrithik Roshan: কে বলবে বয়স ৫০! ইতালি-র রাস্তায় গোপনে লেন্সবন্দি হৃতিক, সঙ্গী কে ফের দলীপ ট্রফিতে শতরান বাংলার অভিমন্যুর, চাপ বাড়ালেন নির্বাচকদের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.