বাংলা নিউজ > টুকিটাকি > Holi: ২০২২ হোলিতে রঙের কেনাবেচায় কোন ট্রেন্ড দেখা গিয়েছে? যা জানালেন বিক্রেতারা

Holi: ২০২২ হোলিতে রঙের কেনাবেচায় কোন ট্রেন্ড দেখা গিয়েছে? যা জানালেন বিক্রেতারা

হোলি উদযাুনে ব্যস্ত মুম্বই। ছবি সৌজন্য- ANI Photo (Ashish Vaishnav)

যার ফলে এই রঙের উপকরণের দাম পাইকারী বাজারেও গিয়েছে বেড়ে। উল্লেখ্য, এই রঙের উপাদান যেহেতু হর্টিকালচার থেকে আসে, তাই তার দামও গিয়েছে বেড়ে। উল্লেখ্য, প্রাকৃতিক রঙের মূল উৎস বিভিন্ন ধরনের ফুল, হলুদ, বিটরুট, লেমন গ্রাস। যার দাম ১০ থেকে ২০ শতাংশ বেড়ে গিয়েছে।

করোনার জেরে গত ২ বছর ধরে হোলির জমায়েত কার্যত স্তব্ধ ছিল। হোলির দিন ঘরবন্দি কেটেছে বহুজনেরই। পর পর ২ বছর করোনার করুণ পরিস্থিতি দেখেছে দেশ। তবে সেই তুলনায় ২০২২ এর শুরুতে সেভাবে ভয়াবহ করোনা স্রোত আছড়ে পড়েনি দেশে। তবে তাতেও করোনার বিষয়ে সচেতন থেকেই ২০২২ সালে পাওয়া গিয়েছে হোলি খেলার সুযোগ। আর দীর্ঘদিনের করোনার কঠোর বিধির জেরে আর্থিক ক্ষতির পালা কাটিয়ে চলতি বছরে রঙ ব্যবসায়ীরাও নতুন উদ্যমে ক্রেতাদের মুখাপেক্ষী হন। রঙ ব্যবসায়ীরা বলছেন, ক্রেতারা এবারে প্রাকৃতিক রঙের দিকেই বেশি ঝুঁকেছেন।

ইকো ফ্রেন্ডলি রঙের চাহিদা এই বছর আগের তুলনায় আরও বেশি বেড়ে গিয়েছে। যার ফলে এই রঙের উপকরণের দাম পাইকারী বাজারেও গিয়েছে বেড়ে। উল্লেখ্য, এই রঙের উপাদান যেহেতু হর্টিকালচার থেকে আসে, তাই তার দামও গিয়েছে বেড়ে। উল্লেখ্য, প্রাকৃতিক রঙের মূল উৎস বিভিন্ন ধরনের ফুল, হলুদ, বিটরুট, লেমন গ্রাস। যার দাম ১০ থেকে ২০ শতাংশ বেড়ে গিয়েছে। বহু বিশেষজ্ঞ বলছেন, রাসায়নিক নির্ভর বিষাক্ত রঙ ত্বক ও পরিবেশ দুই ক্ষেত্রেই নিরাপদ নয়। ২০১২ সালে রাজস্থান বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা জানিয়েছে, এই বিষাক্ত রঙগুলি পরিবেশের পক্ষে খুব একটা ভালো নয়। এছাড়াও রঙগুলি ত্বকে বড়সড় অ্যালার্জিক প্রতিক্রিয়া তৈরি করে। নয়ডার কালার মেকিং এন্টারপ্রাইজের কৌশিক রানা বলছেন, 'আমরা প্রাকৃতিক রঙই বিক্রি করি। তবে এই বছর রিটেলারদের তরফে ছিল বিশাল চাহিদা। ফলে এর উপকরণ লেমনগ্রাম ও হলুদের দাম ২০ শতাংশ বাড়িয়ে দিয়েছে।'

 

অসমের অঙ্কুর বড়ুয়া বলছেন, তাঁর স্ত্রী একবার রঙের জেরে চোখের অ্যালার্জির শিকার হন। তারপর থেকে তাঁরা বাড়িতে প্রাকৃতিক রঙে হোলি খেলেন। দেশে বিভিন্ন ধরনের এমন স্টার্টআপ তৈরি হতে শুরু করেছে যারা প্রকৃতি সহায়ক রঙ তৈরি করতে শুরু করেছে। ফলে দেখা যাচ্ছে, ধীরে ধীরে বেড়ে যাচ্ছে প্রাকৃতিক রঙের চাহিদা, পাল্লা দিয়ে বাড়ছে তার দামও।

বন্ধ করুন