বাংলা নিউজ > টুকিটাকি > Mughal-e-Azam meme: ‘ওঠো আনারকলি, আমরা আর সিলেবাসে নেই’, সোশ্যাল মিডিয়ায় আবার ভাইরাল পুরনো মিম

Mughal-e-Azam meme: ‘ওঠো আনারকলি, আমরা আর সিলেবাসে নেই’, সোশ্যাল মিডিয়ায় আবার ভাইরাল পুরনো মিম

মুঘল এ আজম ছবির দৃশ্য

Mughal-e-Azam meme after revised NCERT syllabus: সিলেবাসে বদলের ঘোষণার পর থেকেই ভাইরাল ‘মুঘল-এ-আজম’ সিনেমার একটি দৃশ্য। তবে এই প্রথম বার নয়, এর আগেও বার বার মিম আকারে ফিরে এসেছে এই ছবিটি। 

হাঁটু মুড়ে বসে আছেন দিলীপ কুমার আর তাঁর পায়ের কাছে মাটিতে মাথা রেখে শুয়ে আছেন মধুবালা। মধুবালার চোখ বন্ধ। অপলক দৃষ্টিতে তাঁর মুখের দিকে তাকিয়ে দিলীপ কুমার। বলে দিতে হয় না, এটি কোন ছবির দৃশ্য। বলিউড সিনেমার আইকন হিসাবে পরিচিত এই দৃশ্য ‘মুঘল-এ-আজম’-এর। যেখানে দিলীপ কুমার অভিনয় করেছিলেন সেলিমের ভূমিকায় এবং মধুবালা আনারকলির চরিত্রে। হালে তাঁদের অভিনীত দৃশ্যের ছবিটি আবার ভাইরাল হয়ে ফিরে এসেছে সোশ্যাল মিডিয়ায়। তার কারণ NCERT-র সিলেবাস বদল।

সম্প্রতি NCERT বা National Council for Educational Research and Training-এর তরফে দ্বাদশ শ্রেণির ইতিহাসের সিলেবাসে কিছু বদল আনা হয়েছে। মুঘল যুগের কিছুটা অংশ সেখান থেকে বাদ পড়েছে। তার পর থেকেই ‘মুঘল-এ-আজম’-এর এই ছবিটি আবার ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

(আরও পড়ুন: ঈশ্বরের দেখা পেতে চান? অনেকে বলেন, পাহাড়ের এই পথগুলিতে হেঁটে গেলেই নাকি সম্ভব)

এর সূত্রপাত এক নেটিজেনের বক্তব্য থেকে। তিনি এই খবরের প্রেক্ষিতে লিখেছিলেন, National Council for Educational Research and Training যেহেতু ইতিহাসের সিলেবাস থেকে মুঘল সাম্রাজ্যের কিছু অংশ বাদ দিয়েছে, এর পর থেকে কি আমরা আর আনারকলি সেলিমের বিখ্যাত ছবিটি ব্যবহার করতে পারব? তার পর থেকেই ছড়িয়ে পড়েছে এই মিম। 

কী বলা হয়েছে মিমটিতে? এটিতে লেখা আছে, ‘ওঠো আনারকলি। আমরা আর সিলেবাসে নেই’। মুঘল সাম্রাজ্যের ইতিহাস দ্বাদশ শ্রেণির ইতিহাস বই থেকে বাদ পড়ার ঘটনাকে এভাবেই রসিকতার আড়ালে দেখিয়েছেন মিম শ্রষ্টারা। তবে এটিই প্রথম বার নয়, এর আগেও এই ছবিটি নিয়ে মমি খুব জনপ্রিয় হয়েছিল। বিশেষত কোভিড সংক্রমণ ছড়িয়ে পড়ার গোড়ার দিকগুলিতে। তখন লকডাউনের দিনের সংখ্যা বাড়লেই এই মিমে লেখা হত, ‘এখনই উঠো না আনারকলি, লকডাউন আরও বেড়েছে।’ অনেক দিন বাদে ইতিহাসের সিলেবাস বদলের প্রেক্ষিতে ফিরে এল সেই ছবি।  

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন