বাংলা নিউজ > টুকিটাকি > Viral Video: কানপুরের কাণ্ডকারখানা! তিন ছাত্রীর মারপিটের বিকট দৃশ্য দেখে স্তম্ভিত সকলে

Viral Video: কানপুরের কাণ্ডকারখানা! তিন ছাত্রীর মারপিটের বিকট দৃশ্য দেখে স্তম্ভিত সকলে

তিন ছাত্রীর মারামরি।

Viral Video: টুইটারেই এই ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে। তবে কেউই বলেননি, এটি কোন স্কুলের ঘটনা। সেই স্কুল এই ছাত্রীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিয়েছে কি না, তাও জানা যায়নি।

আবার স্কুল পড়ুয়াদের লড়াই। আবার তার ভিডিয়ো ভাইরাল। এবার উত্তরপ্রদেশের কানপুরের এক বেসরকারি বিদ্যালয়ে এই ঘটনাটি ঘটেছে।

কী ঘটেছে সেখানে? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিয়ো। সেখানে দেখা গিয়েছে তিন ছাত্রীকে। তারা পরস্পরের চুল ধরে টানছে, ঘুষি মারছে, নখ দিয়ে পরস্পরকে আঘাত করছে। পরস্পরকে গালিগালাজ করতেও শোনা গিয়েছে ভিডিয়োতে।

এই ভিডিয়োটি রেকর্ড করেছে ওই ছাত্রীদেরই এক সহপাঠী। যিনি ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তিনি এটিকে ‘ক্যাটফাইট’ বলে অভিহিত করেছেন। তার পরেই এটি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এর পরে অন্য এক ছাত্রীকে দেখা যায়, এই তিনজনের একজনের পেটে লাথি মারতে। তাতে এই তিন জন একসঙ্গে টেবিলের উপর গিয়ে পড়ে। এই সময়ে শোনা যায়, কেউ একজন বলে ওঠেন, ‘ছোড় দো কোমল’। যদিও কোন এই ছাত্রীদের পরিচয় জানা যায়নি।

টুইটারেই এই ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে। তবে কেউই বলেননি, এটি কোন স্কুলের ঘটনা। সেই স্কুল এই ছাত্রীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিয়েছে কি না, তাও জানা যায়নি।

এর আগে কর্ণাটকে একই রকম একটি ঘটনা ঘটেছে। বেঙ্গালুরুর বিশপ কটন স্কুলের বেশ কয়েক জন ছাত্রীকে রাস্তায় মারামারি করতে দেখা গিয়েছিল সেখানে।

উভয় ঘটনায় বিবাদের সঠিক কারণ এখনও যায়নি। তবে আগের ঘটনা প্রসঙ্গে পুলিশ পরে সংবাদমাধ্যমকে জানিয়েছিল, দু’টি মেয়ে নাকি একই ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিল। তারা তাদের বন্ধুদের দল নিয়ে হাজির হয়। তার ফলেই ব্যাপক মারপিটের ঘটনা ঘটে।

বন্ধ করুন