মধ্যবিত্তের ফেরারির স্বপ্ন পূরণ হওয়ার নয়, অথচ দুবাইয়ের বাচ্চাদের জন্মদিনের পার্টিতে খেলনার মতো শোভা পায় এই বহুমূল্যের গাড়ি। আসলে বিলাসবহুল দুনিয়ার অন্যতম দুবাই। বিলাসিতা ও বড়লোকি কারবারের জন্য পরিচিত এই দেশ, আবারও নজর কেড়েছে সোশ্যাল মিডিয়ার। দুবাই থেকে ভাইরাল এখন আরও এক নতুন ভিডিয়ো।
দুবাই এলিভেটেডের ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে এই ভিডিয়ো। ভিডিয়োতে দেখা গিয়েছে যে ধুমধাম করে চলছে ছোটদের জন্মদিনের পার্টি। সাজসজ্জায় ব্যবহার করা হয়েছে ফেরারি গাড়ি। গাড়িটির রং হলুদ। যার দাম আনুমানিক পাঁচ লক্ষ মার্কিন ডলার। এই ফেরারি গাড়িটিকে বাচ্চারা ঘিরে রয়েছে। পার্টিতে মজা করার পরিবর্তে, শিশুরা জলরঙ দিয়ে গাড়িটির গায়ে মনের আনন্দে আঁকিবুঁকি কাটছে, দামী গাড়িটি যেন ছোটদের আর্ট ক্যানভাস।
আরও পড়ুন: (Bizarre: পর্নোগ্রাফি নয়, এই 'স্টুপিড' জিনিস সার্চ করতেই কাজ গেল যুবকের! ব্যাপারটা কী)
অর্থনৈতিক চাপে, বিশ্বের অনেক দেশ যেখানে বিপদে রয়েছে। সেখানে দাঁড়িয়ে, এইভাবে একটি বহুমূল্যের গাড়িতে এমন ক্রিয়াকলাপ নেটিজেনদের উদ্বিগ্ন করেছে। এই অস্বাভাবিক জন্মদিনের পার্টিটি তাই দ্রুত ভাইরাল হয়েছে, ১০০,০০০ এর বেশি ভিউ পেয়েছে, অনলাইনে অনেকেই প্রতিক্রিয়া জানিয়ে গিয়েছেন।
অনলাইন থেকে মিশ্র প্রতিক্রিয়া
যদিও নেটিজেনদের কিছু অংশ, এটিকে মজার বলে মনে করেছিলেন, অন্যরা কিন্তু এটি পছন্দ করেনি। একজন ব্যবহারকারী বলেছেন, 'এই কারণেই আমি দুবাইতে থাকা বন্ধ করে দিয়েছি।' অন্য একজন ব্যবহারকারী পরামর্শ দিয়েছেন, এইভাবে অপচয় না করে, যাঁদের কিছু নেই। তাঁদের পাশে দাঁড়ান। সাহায্য করুন। আপনার সন্তানদের সঠিক মূল্যবোধ শেখান।' তৃতীয়জনের প্রশ্ন, 'বাচ্চাদের জন্য অন্য কোনও খেলা নেই? তারা কী শিখবে?" আরও একজন রসিকতা করে বলেছেন, 'এই বাচ্চারা যদি পরের বার তাদের বাবার গাড়ি রঙ করে বসে, তবে অবাক হবেন না।' তবে, একজন এই ফেরারি রং করার বিষয়ে পরামর্শ দিয়ে বলেছেন যে 'একবার ধুলেই জলরংগুলি পরিষ্কার করা যাবে।'
আরও পড়ুন: (Comet: বেঙ্গালুরুর আকাশে এক রহস্যময় রঙিন আলো, ঠিক ৮০০০০ বছর পর ঘটল এই বিরল জ্যোতির্বিদ্যার ঘটনা)
ভাইরাল ভিডিয়ো দেখুন এখানে
তবে, এই প্রথম নয়। এর আগেও দুবাইয়ের একাধিক ভিডিয়ো হুঁশ উড়িয়েছে। যেমন, কয়েকদিন আগেই দুবাইয়ের ২৬ বছর বয়সী গৃহবধূ সৌদি আল নাদাক তাঁর কোটিপতি স্বামীর অসামান্য উপহার জাহির করেছিলেন ইন্সটায়। ভিডিয়ো দেখায় জানান, বিকিনি পরার জন্য তাঁর স্বামী তাঁকে প্রাইভেট আইল্যান্ড কিনে দিয়েছেন।