New born baby care usual concepts that may harm baby: সদ্যোজাত শিশুর যত্ন নিতে অনেক মা-বাবাই কিছু প্রচলিত রীতিতে ভরসা রাখেন। তবে এই রীতিগুলির জন্য একরত্তির শারীরিক সমস্যাও হতে পারে। এগুলি আগে থেকে জেনে রাখা ভালো।
1/6সদ্য জন্মানো শিশু পৃথিবীর আলো-বাতাস পেয়েই ধীরে ধীরে বড় হয়। তবে এর পাশাপাশি খেয়াল রাখতে হয় যাতে তার কোনও শারীরিক সমস্যা না হয়। একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত তার স্বাস্থ্যের খুঁটিনাটিতে নজর রাখতে হয়। অনেক সময় কিছু বিশ্বাস বা আচার থেকে শিশুর সমস্যা হতে পারে। সেগুলি আগে থেকে জেনে রাখা ভালো। এতে ওর যত্ন নিতেও সুবিধা হয়। (Freepik)
2/6কানের ব্যথায় স্তনের দুধ: অনেকে মনে করেন শিশুর কানে ব্যথা হলে স্তনের দুধ দিয়ে সে ব্যথা কমানো যায়। তবে এটি একেবারেই ভুল ধারণা। কানের ভিতর দুধ দিলে তা থেকে ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারে। এর ফলে সংক্রমণের আশঙ্কাও তৈরি হয়। (Freepik)
3/6কাপড় দিয়ে জড়িয়ে রাখা: শিশুর জন্মের পর তাকে অনেকেই কাপড় মুড়ি দিয়ে রাখার পরামর্শ দেন। এর পিছনে প্রচলিত ধারণা হল এতে নাকি পা সোজা থাকে। তবে এমনটা করলে একরত্তির শ্বাসকষ্ট হতে পারে। এছাড়া ওর শারীরিক অস্বস্তিও হয়। (Freepik)
4/6চোখ-কপালে কাজল: বাইরের কুনজর থেকে বাঁচাতে অনেক মা-বাবাই সন্তানের কপালে কাজলের টিপ পরিয়ে রাখতে ভালোবাসেন। শিশুর ত্বক এই সময় যথেষ্ট কোমল থাকে। তাই কাজলের মতো সামান্য জিনিসেও সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে। একান্ত পরাতে হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে পরানোই ভালো। (Freepik)
5/6মুখে মধু ঢালা: বিশেষজ্ঞদের কথায়, জন্মের ছয় মাসের মধ্যে শিশুকে মায়ের দুধ ছাড়া আর কোনও খাবারই দেওয়া উচিত নয়। এই সময় শিশুর খাদ্যনালি একেবারেই অপরিনত থাকে। অনেক প্রচলিত রীতি মেনে শিশুকে মধু খাওয়ান। এতে একরত্তির শারীরিক সমস্যা হতে পারে। (Freepik)
6/6ছাগলের দুধে বেশি পুষ্টি: গরুর থেকে ছাগলের দুধে বেশি পুষ্টি। এই ভেবে অনেকে বেশি পুষ্টি জোগাতে সন্তানকে ছাগলের দুধ খাওয়ান। তবে ছয় মাস বয়স হলেও শিশুকে ছাগলের দুধ হঠাৎ করে খাওয়ানো ঠিক নয়। এতে ওর হজমের সমস্যা হতে পারে। এমনকী খাদ্যনালিতে সংক্রমণও হতে পারে। (Freepik)