মিস ইউনিভার্স অথবা মিস ওয়ার্ল্ড, এই খেতাব গুলি অর্জন করতে গেলে শুধু সৌন্দর্য নয়, থাকতে হয় আরও বেশ কিছু গুণাবলী। তবে মিস ইউনিভার্স বা মিস ওয়ার্ল্ড খেতাব এতদিন পর্যন্ত শুধুমাত্র যুবতী এবং অবিবাহিত নারীদের জন্যই বরাদ্দ ছিল। এবার মিস ওয়ার্ল্ড সিঙ্গাপুর নিয়ে এলো এমন একটি সুযোগ, যার মাধ্যমে সকল বয়সের মহিলারা পারবেন স্বপ্ন পূরণ করতে।
মিস ইউনিভার্স সিঙ্গাপুর সুন্দরী প্রতিযোগিতায় এবার অংশগ্রহণ করতে পারবেন ১৮ বছর বয়সের বেশি যে কোনও মহিলা। বয়সের ঊর্ধ্বসীমা নেই কোনও। শুধু তাই নয়, বিবাহিত, ডিভোর্সি, বিধবা সকলেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
(আরও পড়ুন: উল্টোরথের দিন বাড়িতে বানিয়ে ফেলুন ওড়িশার বিখ্যাত মিষ্টি 'ছানাপোড়া'! লাগবে ঘরে থাকা কয়েকটি মাত্র উপাদান)
এতদিন পর্যন্ত বৈবাহিক যোগ্যতাকে মানদন্ড হিসাবে দেখা হতো সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। এবার সেই মানদন্ড পরিবর্তন করে সকলের জন্য পথ উন্মুক্ত করে দিল মিস ইউনিভার্স সিঙ্গাপুর।
এই প্রসঙ্গে মিস ইউনিভার্স মালয়েশিয়া ২০০৩ এবং মিস ইউনিভার্স সিঙ্গাপুরের জাতীয় পরিচালক মিসেস ইলেইন ডেলি বলেন, 'এই প্রতিযোগিতাটি শুধুমাত্র একটি মুকুট অর্জন করার প্রতিযোগিতা নয়, এই প্রতিযোগিতাটি তার থেকেও বেশি কিছু। এই প্রতিযোগিতা হতে চলেছে সেই সমস্ত নারীদের জন্য অনুপ্রেরণা, যারা এই রকম একটি প্ল্যাটফর্ম পাওয়ার জন্য বছরের পর বছর অপেক্ষা করে রয়েছেন।'
সম্প্রতি মিস ইউনিভার্স সিঙ্গাপুরের তরফ থেকে ইন্সটাগ্রামে একটি পোস্ট করা হয়েছে। যেখানে লেখা আছে, 'সিঙ্গাপুরের সমস্ত উচ্চাকাঙ্ক্ষী, বুদ্ধিমান এবং আত্মবিশ্বাসী নারীদের আমরা আহবান জানাচ্ছি। মিস ইউনিভার্স সিঙ্গাপুর ২০২৪ অপেক্ষা করছে আপনাদের সকলের জন্য।'
(আরও পড়ুন: প্রতিদিন সকালে না দৌড়ে হালকা জগিং করুন, আপনি থাকবেন অনেক বেশি সুস্থ)
তবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে অংশগ্রহণকারীকে ১ সেপ্টেম্বর ২০২৪ - এর আগে পর্যন্ত কমপক্ষে ছয় মাস পর্যন্ত সিঙ্গাপুরে বসবাস করতে হবে। ন্যূনতম ছয় মাস সিঙ্গাপুর বাসিন্দা হলে এবং আইনিভাবে স্বীকৃত প্রাপ্তবয়স্ক মহিলা হলেই এই প্রতিযোগিতার জন্য আবেদন করা যাবে। বিজয়িনীকে দেওয়া হবে $১০,০০০, এছাড়া আন্তর্জাতিক মঞ্চে সিঙ্গাপুরের প্রতিনিধিত্ব করতে পারবেন বিজয়িনী।
প্রসঙ্গত, ২০২৩ সাল পর্যন্ত মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অংশগ্রহণকারীদের ১৮ থেকে ২৮ বছর বয়সী মহিলা হতে হত। এছাড়া মহিলাদের হতে হতে অবিবাহিত এবং নির্দিষ্ট উচ্চতা সম্পন্ন ব্যক্তি। তবে এবার সেই সমস্ত মাপকাঠি সরিয়ে দিয়ে একেবারে নতুন মোড়কে আসতে চলেছে মিস ইউনিভার্স সিঙ্গাপুর ২০২৪।