২০৫০ সালে মহাসঙ্কটে পড়তে চলেছে চিন, আমেরিকাসহ ভারতের ৫০টি রাজ্য। রাজ্যগুলির জলবায়ুর প্রকৃতি রীতিমতো বিপর্যস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে এক রিপোর্টে। জলবায়ু বিশেষজ্ঞ সংস্থা ক্রস ডিপেন্ডেন্সি ইনিশিয়েটিভের রিপোর্ট অনুযায়ী, এই তিন দেশের ৫০টি শহরের জলবায়ুতে বড়সড় ভৌগোলিক পরিবর্তন হতে পারে। এর ফলে এক বিপুল জনসংখ্যার অস্তিত্বও বিপদের মুখে পড়তে চলেছে বলেও জানা গিয়েছে।
রিপোর্ট অনুযায়ী ভারতের রাজ্যগুলির মধ্যে রয়েছে পাঞ্জাব, বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, গুজরাট, কেরালা, আসাম। আশঙ্কাজনক রাজ্যগুলির তালিকায় ক্রমের ভিত্তিতে মহারাষ্ট্র গুরুতর স্থানে রয়েছে। এর ফলে মুম্বাইও শহর হিসেবে গুরুতর বিপর্যয়ের মুখে পড়বে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। ভারতের ৯টি রাজ্যের পাশাপাশি আমেরিকার ৫টি রাজ্য ও চিনের ২৬টি রাজ্য ২০৫০ সালে জলবায়ু বিপর্যয়ের মুখে পড়বে।
কীসের ভিত্তিতে তৈরি করা হয়েছে এই রিপোর্ট?
জলবায়ু বিশেষজ্ঞ সংস্থা ক্রস ডিপেন্ডেন্সি ইনিশিয়েটিভ শুধু দেশ বা রাজ্য নয়, বিভিন্ন সংস্থার জন্যও জলবায়ু বিপর্যয়ের সম্ভাব্য রিপোর্ট তৈরি করে। এই রিপোর্টে জলবায়ু বিপর্যয় মাপতে আটটি সূচককে ঠিক করা হয়েছে। তার মধ্যে রয়েছে নদীপ্লাবন, বন্যা, সমুদ্রের জলোচ্ছাস, তীব্র উষ্ণতা, দাবানল, খরা, বায়ুপ্রবাহ, শৈত্যপ্রবাহ। রিপোর্ট তৈরির জন্য ব্যবহার করা হয়েছে সারা বিশ্বের জলবায়ু মডেল। এছাড়াও, আঞ্চলিক আবহাওয়ার প্রকৃতি ও ইঞ্জিনিয়ারিং আর্কিটাইপকে গণনার মধ্যে রাখা হয়েছে।
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইপিই গ্লোবালের সেক্টর হেড অবিনাশ মোহান্তি রিপোর্ট প্রকাশের পর সংবাদমাধ্যমকে জানান, ক্রস ডিপেন্ডেন্সি ইনিশিয়েটিভের র্যাঙ্কিং রিপোর্ট থেকে এটা স্পষ্ট যে জলবায়ু বিপর্যয়ের ফলে এই রাজ্যগুলির উন্নয়ন অনেকটাই ধসে যাবে। রিপোর্ট অনুযায়ী, ভারতের নয়টি রাজ্যের উন্নত পরিকাঠামোর বড়সড় ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। নতুন রিপোর্টে এই আশঙ্কার সম্ভাবনা ১১০ শতাংশ বেড়ে গিয়েছে।
সম্প্রতি সারা ভারতের উষ্ণতা বেড়েছে গড়ে ০.৮ ডিগ্রি সেলসিয়াস। এতেই বিপদের মুখে পড়েছে ভারতের ২৭টি রাজ্য। এছাড়াও, সারা দেশের এক তৃতীয়াংশ জেলাও ইতিমধ্যে সেই তালিকার অন্তর্ভুক্ত। শুধু তাই নয়, এই কারণে মোট জাতীয় উৎপাদনের পাঁচ শতাংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। একইসঙ্গে অবিনাশ জানান, এটি শুধুমাত্র পরিসংখ্যান। যদি পৃথিবীর গড় উষ্ণতা ২ ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ না রাখা যায়, আসামের মতো রাজ্যের জাতীয় উৎপাদন ১০ শতাংশ পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup